আগামী ৯ এপ্রিল, ২০১১ তারিখে, বাংলা উইকিপিডিয়ার উপর একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাংলা উইকিপিডিয়ার কি, এর ব্যবহার পদ্ধতি এবং প্রয়োজনীয়তা, এই বিশ্বকোষ তৈরীর কাজে যুক্ত হওয়ার উপায়, নিবন্ধ তৈরী ও সম্পাদনা, ছবি যোগ করা, বিশ্বকোষীয় ভুক্তি লেখার ধরন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে।
নতুনদের উদ্দেশ্যে আয়োজন করা হলেও পুরাতন উইকিপিডিয়ান বা বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আগ্রহ আছে এমন যেকেউই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
তারিখ : *৯ এপ্রিল, ২০১১* সময় : *বিকাল ৪টা* স্থান : *জামিল সারওয়ার ট্রাস্ট মিলনায়তন ২৭৮/৩ এলিফ্যান্ট রোড(তৃতীয়তলা), কাটাবন, ঢাকা* গুগল ম্যাপ: http://bit.ly/bdosn_office
গত ৯ এপ্রিল, ২০১১ তারিখে বাংলা উইকিপিডিয়ার ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। যথাযথ প্রচারের অভাবে খুব বেশি অংশগ্রহণকারী অংশ নিতে না পারলেও মোটামুটি ১০ থেকে ১৫ জনের মতো অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আগ্রহীদেরকে উইকিপিডিয়া কি, উইকিপিডিয়ার দর্শন ও বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব সম্পর্কে ব্রিফ করার পাশাপাশি, প্রজেক্টরে উইকিপিডিয়ায় সম্পাদনার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্ক সরাসরি টিউটোরিয়াল প্রদান করা হয়েছে।
দুঃখজনক হলেও সত্যি ওয়ার্কশপটির ছবি নিতে আমরা ভুলে গিয়েছিলাম। :( এজন্য দুঃখ প্রকাশ করছি।
তানভির
wikipedia-bn@lists.wikimedia.org