আগামী ৯ এপ্রিল, ২০১১ তারিখে, বাংলা উইকিপিডিয়ার উপর একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাংলা উইকিপিডিয়ার কি, এর ব্যবহার পদ্ধতি এবং প্রয়োজনীয়তা, এই বিশ্বকোষ তৈরীর কাজে যুক্ত হওয়ার উপায়, নিবন্ধ তৈরী ও সম্পাদনা, ছবি যোগ করা, বিশ্বকোষীয় ভুক্তি লেখার ধরন ইত্যাদি
নিয়ে আলোচনা করা হবে।
নতুনদের উদ্দেশ্যে আয়োজন করা হলেও পুরাতন উইকিপিডিয়ান বা বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আগ্রহ আছে এমন যেকেউই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
তারিখ : ৯ এপ্রিল, ২০১১
সময় : বিকাল ৪টা
স্থান : জামিল সারওয়ার ট্রাস্ট মিলনায়তন
২৭৮/৩ এলিফ্যান্ট রোড(তৃতীয়তলা),
কাটাবন, ঢাকা
গুগল ম্যাপ: http://bit.ly/bdosn_office
--
নাসির খান সৈকত
Nasir Khan Saikat
Google Profile