সুধী,
সকলের জ্ঞাতার্থে, আগামী ২৫শে বৈশাখ, ১৪২৬ (৯ই মে, ২০১৯) হতে ২২শে শ্রাবণ, ১৪২৬ (৮ই আগস্ট, ২০১৯) পর্যন্ত তিন মাস উইকিসংকলনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রবীন্দ্র সাহিত্যের ওপর মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা চলবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কাম্য।
প্রয়োজনীয় লিঙ্ক - https://bn.wikisource.org/s/gemn
ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব
বোধিদা, শুভ কামনা রইলো, আশা এবার উইকিসংকলনে কিছু অবদান রাখতে পারবো। শুভেচ্ছাসহ, মেরাজ
wikimedia-in-wb@lists.wikimedia.org