সুধী,
হিসেব মত ২০তম কলকাতা উইকিপিডিয়া সম্মেলনের তারিখ ৮ অক্টোবর ২০১৬। কিন্তু ওই
দিনটি মহাসপ্তমী হওয়ায় হয়ত অনেকে উপস্থিত হতে পারবেন না।
সেক্ষেত্রে সকলের উদ্দেশ্যে প্রশ্ন, সম্মেলনের তারিখ পরিবর্তন করার দরকার আছে
কি না? যদি পরিবর্তন করতে হয় তাহলে অক্টোবরের সম্মেলনটি কবে হওয়া উচিত?
ধন্যবাদ,
কল্যাণ সরকার
সুধী,
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০১৬ অবধি আমি (টিটো দত্ত) ব্যক্তিগত
কারণে কলকাতা শহরে অবস্থান করবো। যদি আপনি মনে করেন যে আমার সাথে দেখা করবেন
কিছু উইকপিডিয়া সংক্রান্ত বিষয় নিয়ে বা তদ্জাতীয়, অনুগ্রহপূর্বক আমাকে অবহিত
করুন। আপনি trulytito "at" gmail.com-এ বৈ-ডাক পাঠাতে পারেন।
১ অক্টোবর সন্ধ্যে বেলা উইকমিডিয়া ফাউন্ডেশনের সাথে একটি হ্যাং-আউট থাকায়, আমি
ব্যস্ত থাকবো।
ধন্যবাদান্তে,
*English translation of the message (essence)*
Greetings,
I'll be in Kolkata between 30 September and 9 October for personal reasons.
If you want to meet me to discuss any Wikipedia topic or something related,
please let me know. You can mail me at trulytito "at" gmail.com.
Because of a hangout on 1 October evening, I won't be available at that
time.
Thank you.
বোধিসত্ত্ব দাদার প্রশ্নের উত্তরে বলি, উইকিপিডিয়া ট্রেক কালিন্দী খাল ২০১৫ তে
আমায় দু-তিন খেপে মোট যে ২৫০০০ টাকা দিতে হয়েছিল, তার কোনোরকম রিএম্বার্সমেন্ট
আমি পাইনি এবং উইকিমিডিয়া প্রদত্ত গ্রান্টটিতে আমার খরচ বাবদ যে ৫১,৮৮০ টাকা
মঞ্জুর হয়েছিল সেটা বর্তমানে জানতে পেরে আমি স্তম্ভিত। সেই সময় একান্তই নতুন
এবং নভীশ হওয়ায় আমার দুই সিনিয়ার মেন্টর দাদার কথাই আমার কাছে বেদবাক্য ছিল
খুব স্বাভাবিক ভাবেই। আমাকে জানানো হয়েছিল গ্রান্ট প্রাপ্ত অর্থ কালিন্দী খাল
ট্রেক এবং সেই সংক্রান্ত আরো প্রচুর অ্যাক্টিভিটিতে খরচ করা হবে; আমি ২৫০০০
টাকা দিলে আমার বাকী খরচ ওই গ্রান্ট প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে।
সেই মতো আমি ২৫০০০টাকা দিই এবং পরে যখন জিঞাসা করি যে আমার আর কোনো খরচ লাগবে
কিনা সুজয় এবং শান্তনু দাদারা জানায় যে আর খরচ বাবদ টাকা লাগবে না, বাকীটা
গ্রান্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমতবস্তায়, পুরো ব্যাপারেই তো আমায় অন্ধকারে
রাখা হয়েছিল, দুই দাদা আমাকে যা বুঝিয়েছে, আমি সেটাই সত্য মেনে এবং জেনে পুরো
২৫০০০ টাকা ওদের হাতে তুলে দিয়েছি।
আমার নামে ৫১,৮৮০ টাকার গ্রান্ট, আমার দেওয়া ২৫০০০ টাকা এর রিএম্বার্সমেন্ট
হবে এসব কিছুই আমি জানতাম না- তাই সেইজন্য এসব বিষয়ে Community page এ আমার
কিছু লেখার প্রশ্নই আসছে না। জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদা Mailing List এ
এই বিষয়টি উত্থাপন করে তথ্য জানানোয়, ব্যাপারটা পরিস্কার হল, নচেৎ আজকেও আমি
এই বিষয়ে অন্ধকারে থাকতাম। আমি আজ সত্যই মর্মাহত এবং স্তম্ভিত, আমি ভাবতেই
পারছিনা যে উইকির জগতে আমার পদার্পন এর প্রথম লগ্নেই দুই সিনিয়র মেন্টর আমার
সাথে এমন কাজ করল।
এখন আমার কতকগুলি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে-
১। উইকি মেন্টরদের কাজ নতুন আগতদের উইকি জগত এবং তার বিভিন্ন কার্যকারী
দিকগুলি ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে Motivate করা। এক্ষেত্রে আমার দুই মেন্টর
সুজয় এবং শান্তনু দাদা আমায় কোনদিকে এগোতে অথবা কোন লক্ষ্যে Motivate করতে
চেয়েছেন ?
২। মেন্টরদের প্রতি যে বিশবাস এবং আস্থা থেকে নতুন উইকিপিডিয়ানদের- যে বিশবাস
এবং আস্থাকে পাথেয় করে তারা এগোতে চায়; এই দুই দাদাদের মত মেন্টরদের আমার সাথে
এহেন আচরনের পর নতুনদের সেই বিশবাস এবং আস্থা ধাক্কা খাবে নাতো ?
৩। ৫১,৮৮০ টাকা গ্রান্ট আমার নামে মঞ্জুর করানোর পরও ২৫০০০ টাকা যে আমার থেকে
নেওয়া হল- সেটা কোথায় গেল? কলকাতা থেকে বাসুকিতাল অবধি গিয়ে আমি, শান্তনু
দাদা, দিব্যেন্দু দাদা এবং প্রসেনজিত দাদা ফিরে আসি, সুজয় দাদা আরও আগে
ভুজবাসা থেকে ফিরে আসে। আমার বাসুকিতাল অবধি খরচ বাবদ তবে কি ৭৬৮৮০ টাকা
লেগেছিল ? এটা কি বিশ্বাসযোগ্য ?
৪। আমার দেওয়া ২৫০০০ টাকা নিয়মানুসারে কবে রিএম্বার্স হবে?
ধন্যবাদ
অনন্যা
অনন্যা,
কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।
১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে নিয়ে
মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে যারা
উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই কোন
গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।
গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা খরচ
হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া হয়।
আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই হিসেবে
৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন ৫১,৮৮০
টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা সত্ত্বেও
তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।
প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য টাকা
পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা জানিয়েছ?
২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই ক্ষেত্রে
ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের জন্য
ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে এই
প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া হয়নি,
এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি গ্রাহ্য
নয়।
প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
রিপোর্ট কবে জমা পড়বে?
অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা টাকা ফাউন্ডেশনকে ফেরত না দিলে বা
সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার করলে সেই উইকিমিডিয়ানদের
ভবিষ্যতে ফাউন্ডেশন কোন প্রকল্পের জন্যই কোন ধরণের গ্রান্ট দেয় না। এবং
কমিউনিটির থেকে কোন প্রকল্পেই সমর্থন পাওয়াও তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ
কমিউনিটির কাছে সেই উইকিমিডিয়ানদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।
আবারও বলছি, যদিও এটি ছিল ব্যক্তিগত প্রকল্প এবং বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়
এই প্রকল্পের সঙ্গে কোনভাবেই যুক্ত ছিল না বা দায়বদ্ধ নয়, তবুও স্থানীয় ও
জাতীয় স্তরে বিভিন্ন আলোচনায় পশ্চিমবঙ্গের অন্যান্য উইকিমিডিয়ানদের এই প্রকল্প
সম্বন্ধে অনেক অপ্রীতিকর আরোপ ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যার কোন সঠিক
উত্তর ছিল না বললেই চলে। একথা পরিষ্কার এই প্রকল্পের স্বচ্ছতা সম্বন্ধে অনেকেই
সন্দিহান।
আশা করি সকল অসঙ্গতি দূর হবে ও ব্যাপারটি দ্রুত মিটবে।
[১]
https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia
_Treks_Kalindi_Khal#Core_Team
[২]
https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia
_Treks_Kalindi_Khal#Budget
বোধিসত্ত্ব
সুধী,
কালিন্দী খাল প্রকল্প বিষয়ক জয়ন্ত দাদা
এবং বোধিসত্ত্ব দাদার তোলা যুক্তিযুক্ত প্রশ্নগুলি দেখে এই বিষয়ে কিছু কথা
জানানোর আশু প্রয়োজন মনে হল। শান্তনু দাদা আমাকে প্রথম উইকিপিডিয়া পরিবারের
সংস্পর্শে নিয়ে আসেন। শান্তনু দাদা আমাকে কালিন্দী খাল নিয়ে যাওয়ার কথা জানান, তখন
আমি উইকিপিডিয়াতে নতুন। উইকি প্রকল্পের বিষয়ে, প্রকল্পের গঠনগত ধাঁচ ইত্যাদি
বিভিন্ন খুটিনাটি বিষয়ে সেই সময় কোনরকম সমক্ষ ধারনাই ছিলনা । শুধু জানতাম
উইকিপিডিয়ার কালিন্দী খাল প্রকল্পে যাব শান্তনু দাদা এবং সুজয় দাদা র
সংগে। মাউন্টেনিয়ারিং
ক্লাবের সদস্য-তাই পাহাড়ে যাওয়ার কথা শুনে স্বভাবতই রাজী হয়ে যাই।
এরপর কালিন্দী খাল অভিযানের দিন এগিয়ে আসে এবং এর মাঝেই দলের অন্য সদস্যদের
সাথে পরিচয় হয়। প্রাথমিক ভাবে জানতাম যে কালিন্দী খাল যাওয়ার জন্য আমার ৩০,০০০
টাকা খরচা হবে। যাওয়ার কিছুদিন আগে শান্তনু দাদার কাছে প্রথম উইকিপিডিয়ার
গ্রান্ট এর কথা জানতে পারি এবং সে আমাকে জানায় এই প্রকল্প খরচ বাবদ উইকি
ফাউন্ডেশন ১,৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেবে এবং সেটা হাতে আসতে সময় লাগবে, তাই
সেই মুহুর্তে নিজ খরচ আমাকে বহন করতে হবে। কলকাতায় এবং উত্তরকাশীতে আমি ভাগে
ভাগে মোট ২৫,০০০ টাকা দিই। সেই সময় উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার
নিজস্ব কোনো পরিস্কার ধারনা ছিল না, ফলতঃ আমার দুই মেন্টর শান্তনু দাদা এবং
সুজয় দাদা যেরকম বলতেন সেই ধারনা এবং নির্দেশ মেনে চলতাম। যাওয়ার আগে আমাকে ওই
অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির তালিকা বানাতে বলা হয়েছিল যেগুলি ডকুমেন্টেশন
করা হবে, আমি শান্তনু দাদার সাথে ভেরুকা মাউন্টেনিয়ারিং ক্লাব এর লাইবেরিতে
গিয়ে তথ্য সংগ্রহ করি এবং আমার পরিচিত তাপস কংসবনিক ( ভেরুকা মাউন্টেনিয়ারিং
ক্লাব এর সম্পাদক ) এই বিষয়ে আমাকে সাহায্য করেন। তারপর একটি তালিকা প্রস্তুত
করে দিই।
অভিযান শেষ হওয়ার পর আমাকে রিপোর্ট লিখতে বলা হয়। আমি সেইমত বাসুকিতাল অর্থাৎ
আমি যতটা গেছি যেই পর্যন্ত লেখা লিখে দেই এবং ছবি আপলোড করি। আমার রিপোর্ট
সম্বন্ধে ধারনা পরিস্কার নয় বলে,বর্ননামূলক লেখা লিখি এবং যা যা দেখেছি তাই
রিপোর্টে লিখি। পরবর্তীকালে তালিকাভুক্ত প্রজাতি থেকে কিছু আর্টিকেল লিখি।
আমার খরচের বিষয়ে জানতে চাইলে চন্দ দাদা রা বলেন, আমাকে আর কোনো টাকা দিতে হবে
না।
এই অভিযান এ, আমি ২৫,০০০ টাকা দিয়েছিলাম এবং বাকী টাকাটা উইকিপিডিয়া
গ্রান্টের আওতায় পড়ে যাওয়াতে আমাকে আর কিছু টাকা দিতে হয় নি।
লিঙ্ক গুলি হল
১। https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Proposed
<https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Proposed_Conte…>
২। https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Report
--
Regards,
Ananya Mondal M.Sc in Applied Nutrition,CDE,PGDSS
*Clinical Nutritionist*
*+91 9674344313*
সুধী,
আজ গভর্ণমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজির কৌস্তূভের কাছ
থেকে একটি উইকিপিডিয়া কর্মশালার জন্য যে ই-মেলটি পেয়েছি সেটি ফরওয়ার্ড করলাম।
সকলকে পড়ে দেখতে অনুরোধ জানাচ্ছি।
যদি কারোর পক্ষে কৌস্তূভের প্রস্তাবিত দিনগুলির মধ্যে কোন একটিতে কর্মশালা
পরিচালনা করা সম্ভব হয়, তাহলে সত্ত্বর জানান। আমাদের সেই মত প্রস্তুতি নিতে
হবে।
ধন্যবাদ,
কল্যাণ সরকার
---------- Forwarded message ----------
From: Koustuv Dutta <koustuvdutta(a)gmail.com>
Date: Wed, Sep 14, 2016 at 9:42 PM
Subject: Proposal for conducting an workshop on or before 25th Sept
To: Kalyan Sarkar <kalyan(a)wikimedia.in>
Sir,
I myself is a big fan of wikipedia. I attended an workshop on wikipedia
editing at IIT KGP SF15. There i met with you and most importantly Ashlin
Baindur. This link proves it all (https://commons.wikimedia.org
/wiki/File:Koustav_Dutta_with_Ashwin_Baindur_-_Wikipedia_
Academy_-_Bhaskaracharya_Hall_-_Indian_Institute_of_
Technology_-_Kharagpur_-_West_Midnapore_2015-01-24_5007.JPG).
After that you guys on my request organised an yet important seminar at my
own college Govt. College of Engineering & Leather Tech.
That workshop was really helpful and made my life more meaningful. I would
therefore request you to again conduct an workshop at our own college
again Govt. College of Engineering & Leather Tech for our college techfest
"Enginerds".
We will provide volunteers and wifi and a projector for your smooth
conduction of workshop. The dates are 25th, 26th and 27th of this September.
Not only that if you permit us to allow your logo in our posters, we would
be very obliged to do so. It would be your promotion and for us a pride to
carry.
Hope that you guys again make a miracle and show the world how the worlds'
largest online encyclopaedia is created and maintained.
Thanking in advance.
Koustuv Dutta
Technical Advisor
Enginerds 16
সুধী,
ভালো নিবন্ধ <https://bn.wikipedia.org/s/b2b> সম্পর্কিত সমস্ত তথ্য পড়ার পর
ভালো নিবন্ধ নির্বাচিত হওয়ার পদ্ধতিটা হাতে কলমে শেখার জন্য গত জানুয়ারি মাসে ভীম
ভবানী <https://bn.wikipedia.org/s/3kxv> নিবন্ধটি প্রস্তাব করি
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA…>
(সবার
শেষে)। কিন্তু দুর্ভাগ্যবশতঃ কোন বিচারক এটি দেখার সময় পাননি। এরকম বহু
প্রস্তাবিত ভালো নিবন্ধ পড়ে আছে অবশ্য।
এই মেলিং লিস্টে উপস্থিত প্রশাসকগণ ও অন্যান্য অভিজ্ঞ সম্পাদকগণকে এই
নিবন্ধটিকে বিচার করার অনুরোধ জানাচ্ছি। এই বিশেষ অনুরোধের কারণ হল, এই বিচার
প্রক্রিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্য়তে উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গের
অন্তর্গত কিছু কিছু নিবন্ধকে ভালো নিবন্ধের জন্য মনোনীত করতে চাই।
ধন্যবাদ,
কল্যাণ সরকার
সুধী,
গত সম্মেলনে আমরা ঠিক করেছিলাম যে ১৮ সেপ্টেম্বর খাদ্যের প্রথম পর্যায়ের
সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু এই সপ্তাহে আমি বেশ কিছু
তথ্যসূত্র জোগাড় করেছি। সেগুলোর উপর নির্ভর করে কিছু কিছু নিবন্ধের আরও
সম্প্রাসারণ করা সম্ভব। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের ১০ নিবন্ধ নিয়ে আমরা এখনও
কাজ শুরু করিনি।
এই অবস্থায় কি করা উচিত?
১. প্রথম পর্যায়কে দীর্ঘায়িত করা, দ্বিতীয় পর্যায়ের শুরুকে বিলম্বিত করা
২. প্রথম পর্যায় শেষ ঘোষণা না করে কাজ চলতে দেওয়া, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু
করা
৩. প্রথাম পর্যায় শেষ ঘোষণা করে (কাজ চলুক), দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা
আপনাদের মতামত জানান।
ধন্যবাদ,
কল্যাণ সরকার
সুধী,
মাসিক উইকিপিডিয়া সম্মেলনের ব্যয়ভার সংক্রান্ত প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি।
>>
শেষ চারটে উইকি-মিট আপের খরচ কিভাবে করা হয়েছে?
ঘরচের হিসাব নেই কেন? যেটা প্রতিটি পাতাতেই থাকা উচিত। নেই মানে ধরে নেওয়া
হবে, কেউ তার ব্যক্তিগত উদ্দ্যোগেই টাকা খরচ করেছেন।
<<
শেষ চারটের মধ্যে প্রথমটির
<https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA…>
জন্য সম্ভবতঃ গ্রান্টের আবেদন করা হয়েছিল। ওটির ব্যয় সংক্রান্ত তথ্য সম্মেলনের
পাতায় দেওয়ার জন্য মৌর্য ও টিটোকে অনুরোধ করছি।
পরের তিনটি সম্মেলনের উদ্যোক্তা মূলতঃ শান্তনুদা ও আমি। শান্তনুদাকে শেষ তিনটি
সম্মেলনের ব্যয়ের হিসেব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমার ধারণা এই তিনটি সম্মেলনে যা ব্যয় হয়েছে তা বিএন ১০-এর উদ্বৃত্ত অর্থ থেকে
নেওয়া হবে। এই বিষয়ে যদি কেউ দ্বিমত পোষণ করেন অবশ্যই জানান।
বিএন ১০-এর রিপোর্ট নিয়ে বর্তমান পরিস্থিতিটি সকলের অবগতির জন্য জানাচ্ছি।
সিআইএসের হিসেব আগেই দেওয়া হয়েছিল। উইকিমিডিয়া ভারত শাখাকে তাদের প্রদত্ত
অর্থের হিসেব দেওয়া হয়েছে কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। তাই ডাবলুএমেফের
রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি। সর্বশেষ এটাই সিদ্ধান্ত হয়েছিল যে উদ্বৃত্ত অর্থ
বিএন ১০ পরবর্তী কার্যক্রমের জন্য রেখে দেওয়ার জন্য ডাবলুএমেফকে অনুরোধ করা
হবে।
ধন্যবাদ,
কল্যাণ সরকার
সুধী,
কালিন্দী খাল প্রকল্প বিষয়ক জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদার তোলা যুক্তিযুক্ত
প্রশ্নগুলি দেখে এই বিষয়ে কিছু কথা জানানোর আশু প্রয়োজন মনে হল। শান্তনু দাদা
আমাকে প্রথম উইকিপিডিয়া পরিবারের সংস্পর্শে নিয়ে আসেন। শান্তনু দাদা আমাকে
কালিন্দী খাল নিয়ে যাওয়ার কথা জানান, তখন আমি উইকিপিডিয়াতে নতুন। উইকি
প্রকল্পের বিষয়ে, প্রকল্পের গঠনগত ধাঁচ ইত্যাদি বিভিন্ন খুটিনাটি বিষয়ে সেই
সময় কোনরকম সমক্ষ ধারনাই ছিলনা । শুধু জানতাম উইকিপিডিয়ার কালিন্দী খাল
প্রকল্পে যাব শান্তনু দাদা এবং সুজয় দাদা র সংগে। মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য
-তাই পাহাড়ে যাওয়ার কথা শুনে স্বভাবতই রাজী হয়ে যাই।
এরপর কালিন্দী খাল অভিযানের দিন এগিয়ে আসে এবং এর মাঝেই দলের অন্য সদস্যদের
সাথে পরিচয় হয়। প্রাথমিক ভাবে জানতাম যে কালিন্দী খাল যাওয়ার জন্য আমার ৩০,০০০
টাকা খরচা হবে। যাওয়ার কিছুদিন আগে শান্তনু দাদার কাছে প্রথম উইকিপিডিয়ার
গ্রান্ট এর কথা জানতে পারি এবং সে আমাকে জানায় এই প্রকল্প খরচ বাবদ উইকি
ফাউন্ডেশন ১,৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেবে এবং সেটা হাতে আসতে সময় লাগবে, তাই
সেই মুহুর্তে নিজ খরচ আমাকে বহন করতে হবে। কলকাতায় এবং উত্তরকাশীতে আমি ভাগে
ভাগে মোট ২৫,০০০ টাকা দিই। সেই সময় উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার
নিজস্ব কোনো পরিস্কার ধারনা ছিল না, ফলতঃ আমার দুই মেন্টর শান্তনু দাদা এবং
সুজয় দাদা যেরকম বলতেন সেই ধারনা এবং নির্দেশ মেনে চলতাম। যাওয়ার আগে আমাকে ওই
অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির তালিকা বানাতে বলা হয়েছিল যেগুলি ডকুমেন্টেশন
করা হবে, আমি শান্তনু দাদার সাথে ভেরুকা মাউন্টেনিয়ারিং ক্লাব এর লাইবেরিতে
গিয়ে তথ্য সংগ্রহ করি এবং আমার পরিচিত তাপস কংসবনিক ( ভেরুকা মাউন্টেনিয়ারিং
ক্লাব এর সম্পাদক ) এই বিষয়ে আমাকে সাহায্য করেন। তারপর একটি তালিকা প্রস্তুত
করে দিই।
অভিযান শেষ হওয়ার পর আমাকে রিপোর্ট লিখতে বলা হয়। আমি সেইমত বাসুকিতাল অর্থাৎ
আমি যতটা গেছি যেই পর্যন্ত লেখা লিখে দেই এবং ছবি আপলোড করি। আমার রিপোর্ট
সম্বন্ধে ধারনা পরিস্কার নয় বলে,বর্ননামূলক লেখা লিখি এবং যা যা দেখেছি তাই
রিপোর্টে লিখি। পরবর্তীকালে তালিকাভুক্ত প্রজাতি থেকে কিছু আর্টিকেল লিখি।
আমার খরচের বিষয়ে জানতে চাইলে চন্দ দাদা রা বলেন, আমাকে আর কোনো টাকা দিতে হবে
না।
এই অভিযান এ, আমি ২৫,০০০ টাকা দিয়েছিলাম এবং বাকী টাকাটা উইকিপিডিয়া
গ্রান্টের আওতায় পড়ে যাওয়াতে আমাকে আর কিছু টাকা দিতে হয় নি।
লিঙ্ক গুলি হল
১।
https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Proposed_Conte…
২। https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Report
--
Regards,
Ananya Mondal M.Sc in Applied Nutrition,CDE,PGDSS
*Clinical Nutritionist*
*+91 9674344313*