সুধী,
সকলের জ্ঞাতার্থে, সেপ্টেম্বর মাস জুড়ে বিশ্বের সর্ব বৃহৎ ফটোগ্রাফি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস শুরু চলবে। আগের বছরের মত এই বছরও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের স্বেচ্ছাসেবকরা জাতীয় স্তরে এই প্রতিযোগিতা আয়োজন করছেন। বিস্তারিত পাবেন এই লিঙ্কে -
https://commons.wikimedia.org/wiki/COM:WLMIN2023 https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2023_in_India
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2023_in_India/Prize। এছাড়া, পশ্চিমবঙ্গের কোন সৌধ জাতীয় স্তরে প্রথম দশের মধ্যে থাকলে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে থাকবে বিশেষ পুরস্কার।
সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।
ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব উইকি লাভস মনুমেন্টস ভারতের পক্ষ থেকে
wikimedia-in-wb@lists.wikimedia.org