প্রিয় সবাই, বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভাস মনুমেন্টস-এর বাংলাদেশ অংশের বিজয়ী প্রকাশ হয়েছে। এ বছর ৫৬টি দেশের ১৩৮৭৮ জন অংশগ্রহণকারী মিলে মোট ২৬৫৩৯৫টি ছবি প্রতিযোগিতায় আপলোড করেছিলো। মজার ব্যাপার হলো, রাশিয়া ৩২ হাজার, ইতালি ২৮ হাজার এবং জার্মানি থেকে ২৫ হাজারের বেশি ছবি এসেছে।
আমাদের এখান থেকে ৩৭৭ জন অংশ নিয়ে ৪৭৮৪টি ছবি আপলোড করেছিলো। এ মাসে সবকটি দেশের বিজয়ী ১০টি করে নিয়ে আন্তর্জাতিকভাবে ডিসেম্বরের দিকে সম্মিলিত ১০টি বিজয়ী ঘোষণা কারা হবে। আশার কথা হলো, গত বছর আমাদের দুটি ছবি আন্তর্জাতিকভাবে তৃতীয় ও সপ্তম হয়েছিলো। দেখা যাক এবার কি হয় :)
আমাদের জাতীয় পর্যায়ে বিজয়ী ছবিসমূহ দেখতে এই ব্লগে যান: https://wikimedia.org.bd/blog/62-winners-wlmbd2018
ধন্যবাদ নাহিদ সুলতান