আমাদের এখান থেকে ৩৭৭ জন অংশ নিয়ে ৪৭৮৪টি ছবি আপলোড করেছিলো। এ মাসে সবকটি দেশের বিজয়ী ১০টি করে নিয়ে আন্তর্জাতিকভাবে ডিসেম্বরের দিকে সম্মিলিত ১০টি বিজয়ী ঘোষণা কারা হবে। আশার কথা হলো, গত বছর আমাদের দুটি ছবি আন্তর্জাতিকভাবে তৃতীয় ও সপ্তম হয়েছিলো। দেখা যাক এবার কি
হয় :)
আমাদের জাতীয় পর্যায়ে বিজয়ী ছবিসমূহ দেখতে এই ব্লগে যান:
https://wikimedia.org.bd/blog/62-winners-wlmbd2018
ধন্যবাদ