সুধী,
শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ এবার ‘উইকি লাভস মনুমেন্টস’ ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।সপ্তমবারেরমত অনুষ্ঠিত হতে যাওয়া উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ‘ গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা। এটি প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।
২০১০ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা নিয়ে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। চলুন সবাই মিলে বাংলাদেশের সবগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করি।
এ প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে সাতটি ফটোগ্রাফিক ক্লাব (অ্যামেচার ফটোগ্রাফি, ট্রাভেলারস্ অব বাংলাদেশ, গ্রাসহপারস, থ্রো দ্য লেন্স, রাজশাহী ফটোগ্রাফি সোসাইটি, শাহাজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি)।
আপলোড ও বিস্তারিত: commons.wikimedia.org/<http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016>wiki/COM:WLMBD2016<http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016>
ধন্যবাদ
---
Nahid Sultan
User:NahidSultan<https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on all Wikimedia Foundation<https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
Member of Wikimedia ombudsman commission<https://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission>
Secretary, Wikimedia Bangladesh<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
http://blog.nahidsultan.xyz/
Facebook | Nahid Sultan<https://www.facebook.com/Nahidunlimited>
Twitter | @nahidunlimited<https://twitter.com/nahidunlimited>
সুধী,
গত ০৩ আাগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর পাদদেশ *রাজশাহী
উইকিপিডিয়া মিটআপ, আগষ্ট ২০১৬ *অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর ২৩ জন উইকিপিডিয়ান
অংশ নেয়।
মিট আপে সকল উইকিপিডিয়ানদের মধ্যে মতবিনময় অনুষ্ঠিত হয় এবং এতে উকিমিডিয়ার
নির্বাহি সদস্য মাসুম-আল-হাসান রকি, রাজশাহীর সম্প্রদায় পরিচালক নাহিদ হোসেন,
রাজশাহীর প্রথম উইকিমিডিয়ার নারী সদস্য কামরুন্নাহার কণিকা, উইকিপিডিয়ান
শরিফুল ইসলামসহ আরও অনেকে উইকিপিডিয়া নিয়ে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা
ব্যাক্ত করেন।
এছাড়া এতে "উইকি লাভস মনুমেন্টস-২০১৬" এবং চলতি বছরে "রাজশাহীতে অনুষ্ঠিতব্য
উইকি সম্মেলন" নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার শেষের দিকে এতে অংশ নেয় রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা ফরিদ
আক্তার পরাগ। তিনি উপস্থিত উইকিপিডিয়ানদের ছবি তোলা সম্পর্কে কিছু পরামর্শ দেন
এবং ভবিষ্যতে উইকিপিডিয়ার সাথে সরাসরি যুক্ত থেকে অবদান রাখার আশাবাদ ব্যাক্ত
করেন। উল্লেখ্য "রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি" উইকি লাভস মনুমেন্টস-২০১৬ এর
সহযোগী হিসেবে তাদের অন্তর্ভুক্তি ইতিমধ্যে চূড়ান্ত করেছে।
এছাড়াও এই দিন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য হিসেবে নাম নিবন্ধন করেন মো: ওমর
ফারুক।
মিটা আপ সম্পর্কে আরও জানতে এখানে
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF…>
দেখুন।
*ধন্যবাদমাসুম-আল-হাসান রকি*