সুধী
শুভেচ্ছা নিবেন। উইকিনন্দিনীর উদ্যোগে আজ ২১ জানুয়ারি সময় সন্ধ্যা ৮ টায়
উইকিবই সম্পাদনা বিষয়ক একটি অনলাইন কর্মশালা আয়োজন করা হয়েছে। নতুন ও আগ্রহী
উইকিমিডিয়ানরা এই কর্মশালায় অংশ গ্রহণ করতে পারবেন।
কর্মশালায় অংশ গ্রহণের সময় ও লিংক:
উইকিবই সম্পাদনা বিষয়ক অনলাইন কর্মশালা
Time: Jan 21, 2025 20:00 Astana, Dhaka
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89019107768?pwd=d6OpQaPDssSKvWruY2lBzs63qxmPJO.1
Meeting ID: 890 1910 7768
Passcode: 205934
সুধী,
আপনার ইতোমধ্যে অবগত আছেন যে, ২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা
শুরু করেছিল। তাই প্রতিবছর ২৭ জানুয়ারি নানাস্থানে উইকিপিডিয়ানগণ একত্রিত হয়ে
বাংলা উইকিপিডিয়ার জন্মদিন বা বাংলা উইকিপিডিয়া দিবস পালন করে থাকেন। এর
ধারাবাহিকতায় আগামী ২৭ জানুয়ারি, সোমবার, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
আমরা ঢাকার উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়ানগণ বাংলা উইকিপিডিয়ার জন্মদিন উদযাপন
করতে যাচ্ছি। বিশেষ এ দিন উপলক্ষে আমরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি
করব, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, এবং সর্বোপরি আড্ডা দেব।
ঢাকার আড্ডাটি অনুষ্ঠিত হবে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যালয়ে। আরো বিস্তারিত
তথ্য ইভেন্ট পাতায় পাওয়া যাবে: https://bd.wikimedia.org/s/405
ঢাকার উইকিপি/মিডিয়ানদের সকলকে আমন্ত্রণ।
শুভেচ্ছান্তে,
আর কে হান্নান
ব্যবহারকারীঃ Sufe