প্রিয় সবাই,
গত কয়েকদিন যাঁরা বাংলা উইকিপিডিয়া [১] পরিদর্শন করেছেন তাঁরা হয়তো ইতিমধ্যেই জানেন যে, আমরা প্রথমবারের মতো বাংলা উইকিপিডিয়ার পাঠক ও অবদানকারীদের নিয়ে একটি জরিপ পরিচালনা করছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত "বাংলা উইকিপিডিয়া পাঠক জরিপ ২০১২" নামের এই জরিপটি বর্তমানে চালু রয়েছে এবং আপনার বাংলা উইকিপিডিয়া পরিদর্শন করলেই বিষয়টি উল্লেখ করে একটি ব্যানার দেখতে পাবেন যেখানে ক্লিক করার মাধ্যমে আপনার জরিপে অংশ নিতে পারেন। এছাড়াও যদি কেউ সরাসরি লিংকে ক্লিক করে জরিপে অংশ নিতে চান সেজন্য তাঁরা নিচের লিংকটি ব্যবহার করতে পারেন।
https://wikimedia.qualtrics.com/SE/?SID=SV_9uz7ajUZHzqMhE0
জরিপের প্রাথমিক ভাষা ইংরেজি করা হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটি জরিপের সফটওয়্যারটি একটি সীমাবদ্ধতা, কিন্তু আপনার ইচ্ছা করলে বাংলায় জরিপে অংশ নিতে পারবেন ও টেক্সট বক্সে লিখতেও পারবেন। সেজন্য আপনাদের জরিপের পাতায় থাকা উইকিপিডিয়ার লোগোর নিচ থেকে ভাষা নির্বাচনের অপশন থেকে বাংলা নির্বাচন করতে হবে।
জরিপটি মূল উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য জানা, পাঠকরা বাংলা উইকিপিডিয়া নিয়ে কি ভাবছেন তা জানা, যাঁরা বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনায় আগ্রহী তাঁরা উইকিপিডিয়া থেকে কি ধরনের সাহায্য আশা করেন এবং সম্পাদনা করার ক্ষেত্রে তাঁরা কি ধরনের জটিলতা বা সমস্যা আশা করেন তাও জানা।
এই জরিপটির ফলাফল বাংলা উইকিপিডিয়ায় সম্পাদকের সংখ্যা আরও বেশি বাড়ানোর ক্ষেত্রে কি কি করা উচিত সে ব্যাপারে পরিস্কার ধারণা দিতে সহায়ক হবে যা আমাদের বর্তমান নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে সফলতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তাই সকলের কাছে অনুরোধ মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই জরিপটিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের সকলের প্রিয় বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন।
আর জরিপসহ এই প্রোগ্রামের যে-কোনো ধরনের প্রশ্ন বা মতামত প্রদানে যে-কোনো সময় আমাকে ই-মেইল করার ব্যাপারে সবাইকে স্বাগতম জানাই। আমাদের সকলের প্রচেষ্টায় এগিয়ে যাক প্রিয় বাংলা উইকিপিডিয়া।
ধন্যবাদান্তে, তানভির
[১] http://bn.wikipedia.org [২] http://bit.ly/NbeB3o
-- Tanvir Rahman Community Fellow Wikimedia Foundation, Inc.
wikipedia-bn@lists.wikimedia.org