হাছিব ভাই ও আশা ভাইসহ সকলকে অভিনন্দন। আমি আশা করি এই মূল্যবান বৈঠকের অভিজ্ঞতা আমাদের দেশের মুভমেন্টেও কাজে লাগবে!
ভবিষ্যতে কনফিউশন যাতে তৈরি না হয় সেজন্য একটা ব্যাপার পরিস্কার করি। এটি "উইকিমিডিয়া ইন্ডিয়া"-এর কার্যালয় নয়, বরং "উইকিমিডিয়া ফাউন্ডেশনের ইন্ডিয়া প্রোগ্রাম"-এর অফিস। উইকিমিডিয়া ইন্ডিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি চ্যাপ্টার এবং তাদের কার্যক্রম উইকিমিডিয়া ফাউন্ডশনের ইন্ডিয়া প্রোগ্রামের সাথে সম্পৃক্ত নয়। উইকিমিডিয়া ইন্ডিয়ার অফিস ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত এবং সেখানেই নিবন্ধনকৃত।
তানভির
wikipedia-bn@lists.wikimedia.org