বাংলা ভাষায় রচিত সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ এবং এর শিক্ষা কার্যক্রমে সকলের অংশগ্রহণ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি উইকিপিডিয়া কর্মশালা আয়োজন করা হয়েছে।
তারিখঃ ১৫ নভেম্বর, ২০১৮ সময়ঃ বিকেল ৪.০০ থেকে সন্ধ্যা ৬.০০ পর্যন্ত স্থানঃ কক্ষ নংঃ ৩০৬, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন করতে ফর্মটি https://goo.gl/forms/vtq0lJW9jWlUMO6F3 পুরণ করুন।
বিস্তারিত দেখুন ফেসবুক ইভেন্টে https://www.facebook.com/events/331906767389398 ও ওয়েবসাইটে https://bd.wikimedia.org/s/1gf।
*Regards* *Mohammad Mostafizur Rahman Safy http://www.facebook.com/safy.ap.ru*
*Community Director, Regional Operations* *Wikimedia Bangladesh *
কর্মশালার সফলতা কামনা করছি এবং সক্রিয়, আগ্রহী সকলের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
রাজশাহীতে এত ঘণ ঘণ হবার কারণ কি? চট্টগ্রামে আপনাদের এক্টিভিটি দেখা যায় না বললেই চলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা প্রোগ্রাম করুণ।
On Nov 6, 2018 2:55 PM, "Nahid Hossain" nahid.rajbd09@gmail.com wrote:
কর্মশালার সফলতা কামনা করছি এবং সক্রিয়, আগ্রহী সকলের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
আপনি উদ্যগ শুরু করুন। আমাদের সক্রিয় উইকিমিডিয়ান রা ঝাঁপিয়ে পড়বে।
[image: image.png]
চট্টগ্রামে মহীন ভাই আছে, মহীন রীয়াদ, একজন সক্রিয় উইকিমিডিয়ান। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে সক্রিয়ভাবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য। ২০১৪ সালে, চট্টগ্রামে উইকিপিডিয়ার কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় নামে উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে প্রথম অঞ্চলিক ব্যবহারকারী সম্প্রদায় গঠন করেন, বর্তমানে যা সক্রিয়ভাবে কাজ করছে।
*ই-মেইল:* moheenreeyad@wikimedia.org.bd
রাজশাহীতে এত ঘন ঘন কর্মশালা হবার কারণ রাজশাহীবাসীদের সক্রিয় আগ্রহ এবং উদ্যোগ। এর বাইরে আর অন্য কোন কারণ নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা করতে আমরা অবশ্যই আগ্রহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ উদ্যোগ নিলেই সেটা হতে পারে। এই বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশ, চট্টগ্রাম আঞ্চলিক সম্প্রদায়ের মহীন রিয়াদ (moheenreeyad@wikimedia.org.bd) কিংবা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানের (nahid@wikimedia.org.bd) সাথে যোগাযোগ করতে পারেন।
Mohammad Mohaiminul Islam ভাইয়া, এটা ঠিক চট্টগ্রামে আউটরিচ প্রোগ্রাম কম হচ্ছে। তবে সাধারণত স্কুল,কলেজ,ভার্সিট এর সাহায্য পেলেই আমরা ইভেন্ট গুলা ভালোভাবে আয়োজন করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা এর ব্যাপারে আপনার সাহায্য পেলেই আমরা সেখানে একটা কর্মশালার আয়োজন করতে পারি।ধন্যবাদ।
On Wednesday, November 7, 2018, Shabab Mustafa shabab.mustafa@gmail.com wrote:
রাজশাহীতে এত ঘন ঘন কর্মশালা হবার কারণ রাজশাহীবাসীদের সক্রিয় আগ্রহ এবং উদ্যোগ। এর বাইরে আর অন্য কোন কারণ নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা করতে আমরা অবশ্যই আগ্রহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ উদ্যোগ নিলেই সেটা হতে পারে। এই বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশ, চট্টগ্রাম আঞ্চলিক সম্প্রদায়ের মহীন রিয়াদ (moheenreeyad@wikimedia.org.bd) কিংবা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানের (nahid@wikimedia.org.bd) সাথে যোগাযোগ করতে পারেন।
wikipedia-bn@lists.wikimedia.org