প্রিয় সবাই,
শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন, সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে বাংলা ভাষায় উইকিপিডিয়ার আরেকটি প্রকল্প চালু হয়েছে। ‘উইকি ভ্রমণ’ নামের এ প্রকল্পটি সম্প্রতি উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং ভাষা কমিটির অনুমোদন পেয়েছে (১)। এর ফলে বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিসংকলন, উইকিবই, উইকি অভিধানের পাশাপাশি উইকি ভ্রমণ (২) নামের প্রকল্পটি বাংলায় শুরু হলো। এখন থেকে বাংলায় উইকি ভ্রমণে নিবন্ধ পড়া, যোগ করার কাজটিও করা যাবে।
পুরো প্রকল্পটি বাংলা ভাষায় চালু করার ব্যাপারে সক্রিয় ভূমিকা রেখেছে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক আফতাবুজ্জামান। লম্বা সময় ধরে লেগে থেকে বাংলায় এ প্রকল্পটি চালুর ব্যাপারে দারুন কাজ করেছে আফতাব। আফতাবকে অভিনন্দন। পাশাপাশি আরো যারা প্রকল্পটি চালুর ব্যাপারে কাজ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য, উইকি ভয়েজ (যা বাংলা উইকি ভ্রমণ) প্রকল্পটি মূলত ভ্রমণ বিষয়ক তথ্যাদি নিয়ে তৈরি।
আশা করি আগ্রহীরা উইকিপিডিয়ায় বাংলা চালু থাকা প্রকল্পগুলোর পাশাপাশি নতুন উইকি ভ্রমণেও অবদান রাখা অব্যাহত রাখবেন।
(১) https://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikivoyage_Bengal... (২) https://bn.wikivoyage.org
হাছিব
wikipedia-bn@lists.wikimedia.org