সুধী,
আর মাত্র দুদিন পরেই আন্তর্জাতিক উইকি লাভস মনুমেন্টস ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই বছর পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের ইউজার গ্ৰুপ মিলিত ভাবে ভারতে এই প্রতিযোগিতা সংগঠিত করতে চলেছে। আপনারা নিশ্চয়ই অবগত যে, গত বছর ভারতের ছবিই বিশ্বে প্রথম স্থান লাভ করেছিল, আশা করি এই বছরও ভারতীয় ফটোগ্রাফাররা আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেবেন।
বিস্তারিত পাবেন এই লিঙ্কে - https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2018_in_Indi...
সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি,
ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব
wikipedia-bn@lists.wikimedia.org