সুধী,
বাংলা উইকিপিডিয়ায় মোবাইল সম্পাদনার সংখ্যা বেশ অনেক। মোবাইল থেকে সম্পাদনার জন্য Visual-based mobile editing এর User Experience নিয়ে কাজ শুরু হয়েছে। এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে মতামত রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মোবাইল সম্পাদনা তেমন একটা করি না। আমার তাই আমার পক্ষে যুৎসই বুদ্ধি পরামর্শ দেয়া একটু কঠিনই। আপনাদের মধ্যে যারা মোবাইল সম্পাদনা করেন, তারা এর সুবিধা-অসুবিধা অনেক বেশি ভাল বুঝবেন।
আপনারা যারা মোবাইল ফোন থেকে উইকিপিডিয়া সম্পাদনা করে থাকেন তারা যদি সরাসরি আন্তর্জাতিক কারিগরি দলের আলোচনায় যোগ দিয়ে আপনার মূল্যবান মতামত দেন তাহলে সমস্যাগুলোর যুৎসই সমাধানের মাধ্যমে ভবিষ্যতে আমরা একটি কার্যকরী হাতিয়ার পেতে পারি।
আলোচনার লিংক: https://www.mediawiki.org/wiki/Visual-based_mobile_editing/Ideas/October_201... https://l.messenger.com/l.php?u=https%3A%2F%2Fwww.mediawiki.org%2Fwiki%2FVisual-based_mobile_editing%2FIdeas%2FOctober_2018&h=AT3iIpvM_uuBwh3Nja5rxLBykbCG8Xdns8oHupkRGCjyTzV6FLcNkHku0VCyVldikknFuDtAphWhqjLCu2SMQQgDFZmm1i78tAc3zwFRoeLzqTSB3QjDXj3rh7UtTA ধন্যবাদ। --- Shabab Mustafa T. @tarunno S. shabab.mustafa W. https://shabab.me
wikipedia-bn@lists.wikimedia.org