সুধী,
শুভেচ্ছা নেবেন। *‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু*’ স্লোগানে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ https://bn.wikipedia.org/s/il4m। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে *আগামী ৩১ মার্চ পর্যন্ত*।
আপনারা জানেন যে প্রতি বছরই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। এবারও আপনাদের সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধের মানোন্নয়ন করা সম্ভব হবে বলে আশা করছি। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিযোগিতা চলাকালীন *প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে* এক ঘণ্টার বিশেষ অনলাইন সেশন আয়োজন করা হবে। উক্ত সেশনে অভিজ্ঞ অবদানকারীরা থাকবেন, নতুন থেকে শুরু করে যে কারো সহায়তার জন্য। এছাড়া চলমান কার্যক্রম নিয়ে যেকোনো জিজ্ঞাসা নিয়েও সেখানে আলোচনা হতে পারে। এ ব্যাপারে নির্ধারিত সময়ে ইমেইল প্রদান করা হবে এবং প্রতিযোগিতার মূল পাতায় উল্লেখ করা হবে। :)
প্রতিযোগিতার মূল পাতা: https://bn.wikipedia.org/s/il4m%E0%A5%A4
শুভেচ্ছাসহ, অংকন
*অনলাইন সেশনের সময়:*
প্রতিযোগিতা চলাকালীন প্রতি শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে এক ঘণ্টার এ অনলাইন সেশনটি চলবে।
On Wed, Feb 24, 2021 at 1:58 PM Ankan Ghosh Dastider < ankanghoshdastider@gmail.com> wrote:
সুধী,
শুভেচ্ছা নেবেন। *‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু*’ স্লোগানে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ https://bn.wikipedia.org/s/il4m। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে *আগামী ৩১ মার্চ পর্যন্ত*।
আপনারা জানেন যে প্রতি বছরই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। এবারও আপনাদের সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধের মানোন্নয়ন করা সম্ভব হবে বলে আশা করছি। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিযোগিতা চলাকালীন *প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে* এক ঘণ্টার বিশেষ অনলাইন সেশন আয়োজন করা হবে। উক্ত সেশনে অভিজ্ঞ অবদানকারীরা থাকবেন, নতুন থেকে শুরু করে যে কারো সহায়তার জন্য। এছাড়া চলমান কার্যক্রম নিয়ে যেকোনো জিজ্ঞাসা নিয়েও সেখানে আলোচনা হতে পারে। এ ব্যাপারে নির্ধারিত সময়ে ইমেইল প্রদান করা হবে এবং প্রতিযোগিতার মূল পাতায় উল্লেখ করা হবে। :)
প্রতিযোগিতার মূল পাতা: https://bn.wikipedia.org/s/il4m%E0%A5%A4
শুভেচ্ছাসহ, অংকন -- Ankan Ghosh Dastider User:ANKAN https://meta.wikimedia.org/wiki/User:ANKAN || All Wikimedia Foundation https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation's public Wiki Secretary || Wikimedia Bangladesh http://wikimedia.org.bd/ Twitter https://twitter.com/Iagdastider | LinkedIn https://www.linkedin.com/in/ankan-ghosh-dastider/ | ResearchGate https://www.researchgate.net/profile/Ankan_Ghosh_Dastider
wikipedia-bn@lists.wikimedia.org