সুধী,
আগামী ১লা (শনিবার) আগেস্ট ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম। ১০ম বর্ষপূর্তির অংশ হিসেবে আমাদের ১০টি অনুষ্ঠিতব্য স্কুল প্রোগ্রামের দ্বিতীয় প্রোগ্রাম হিসেবে এটি অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে। প্রোগ্রামের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে উইকিপিডিয়ান অঙ্কন ঘোষ, সে ঐ স্কুলের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১ টায়। এতে প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন অঙ্কন ঘোষ, নাহিদ সুলতান এবং আমি (তানভির)। কেউ এতে উপস্থিত হতে চাইলে জানানোর অনুরোধ থাকলো।
Regards, Tanweer Morshed
wikipedia-bn@lists.wikimedia.org