প্রিয় বাংলাভাষী ও বাঙালি উইকিপিডিয়ানগণ,
আজ আমাদের জন্য এক অনন্য আনন্দের দিন! ভারতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। এটি বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস, সাহিত্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের জন্য একটি অসামান্য সম্মান।
উল্লেখযোগ্য যে, আজ ৩ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলা ভাষার পাশাপাশি অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষাকেও ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তামিল (২০০৪), সংস্কৃত (২০০৫), কন্নড় (২০০৮), তেলুগু (২০০৮), মালয়ালম (২০১৩), এবং ওড়িয়া (২০১৪) ভাষাগুলো পূর্বেই এই স্বীকৃতি পেয়েছে।
দিনটি বাংলা উইকিপিডিয়ানদের জন্যও একটি বড় দায়িত্বের স্মারক। ধ্রুপদী বাংলায় উইকিপিডিয়াকে আরও শক্তিশালী করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভাষার জ্ঞান ও তথ্য সুনিশ্চিত করা এখন আমাদের কর্তব্য। এই কর্তব্য পালনই হোক বাংলা ভাষার এই নতুন অধ্যায়কে উদ্যাপনের উপায়!
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
[[User:Aishik Rehman]]
wikipedia-bn@lists.wikimedia.org