অভ্র এ আনসি সাপোর্ট এসেছে কিছুদিন আগেই। কিন্তু কিছু বাগ রয়ে গেছে। এই আনসি সাপোর্টে বেশ কিছু বাগ রয়ে গেছে। প্রায় ৯-১০টি হরফে সমস্যা করে। এই বাগটি সল্ভ করাতে চাইলে একটি সহজ উপায় আছে।
জাস্ট এই ম্যাসেজটি রিটুইট করুন।
RT if you want #new #SutonnyMJ support in #Avro5 @omicronlab @potasiyam
অভ্র ডেভেলপাররা কথা দিয়েছেন যদি পর্যাপ্ত টুইট হয় তাহলে নতুন এই ফিচারটি
তারা ইম্পলিমেন্ট করতে রাজি আছেন। :)
যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন। So Keep Retweet :)
(ব্যাপারটি অনেকটা ভোটের মত :))
সূত্র http://forum.projanmo.com/topic27118.html ---------------------------------------------------------- Dedicated Linux Forum in Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20 Follow Me Twiter https://twitter.com/#%21/AshickunNoor Thank you Md Ashickur Rahman
আমরা তিলকে যে তাল বানাতে ওস্তাদ এইটা হচ্ছে তার আরেকটা নজির। প্রথম কথা, একটা অভ্রের বাগ নয়। এটি সুতন্বী এমজে ফন্টের সমস্যা। এর এক ভার্সনের সাথে অন্য ভার্সনের কোডের মিল নেই। যারা বিজয়ে লেখালেখি করেন তারা এটা ভাল করেই জানেন। অতএব, অমিক্রন ল্যাবের এই ব্যাপারে মাথাব্যথা কম।
দ্বিতীয় কথা, গত কয়েকদিন ধরে অমিক্রন ল্যাবের রিফাত উন নবীকে সিফাত, যার টুইটার আইডি @saiftheboss7 [0] , বার বার গুতাচ্ছিলেন যে অভ্রের ANSI আপডেট করার জন্য। তার মতে, প্রচুর লোকের এই সমস্যা হচ্ছে। রিফাত উন নবী এর পরিপ্রেক্ষিতে খুব ক্যাজুয়ালি একটি টুইট করেছেন: [1]
@saiftheboss7 http://twitter.com/saiftheboss7 @potasiyamhttp://twitter.com/potasiyamI can implement this as an option only if you can gather enough supporter :D
Make a #avro http://twitter.com/#%21/search?q=%23avro tweet and tell them to RT
এর আগের একটি টুইটে তিনি টেকনিক্যাল ব্যাপারও পরিষ্কার করেছেন [2]:
@potasiyam @saiftheboss7 It is not a bug of #avro, you are using latest
version of SutonnyMJ. It has 4~5 variations, we only support one.
উল্লেখ্য যারা টুইটার কালচারে অভ্যস্ত তারা জানবেন যে হ্যাশট্যাগ-সহ রিটুইট টুইটারে খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা শুধুমাত্র টুইটারে সীমাবদ্ধ সেটি সিফাত অতি উৎসাহের চোটে গিয়ে প্রজন্ম ফোরাম[3] এবং রংমহল ফোরামে[4] গিয়ে টপিক খুলেছেন (আরো কোথাও খুলেছেন কিনা সে ব্যাপারে জ্ঞাত নই) এবং লোকজনকে টুইটারে গিয়ে টুইট করতে বলছেন। তার পোস্ট পড়ে আমাদের এই আশিকুর রহমান নূর প্রতিক্রিয়া দিয়েছেন [5]:
একটা ফোরামে শেয়র করলাম+ গুগল বাজ+ ভাইয়ের ফেস বুক, দেখি মেইল পাঠায় স্পামিং
করব চিন্তা করছি।
এবং সেইসাথে তিনি বিভিন্ন মেইলিং লিস্টে ক্রস পোস্টিং করে স্প্যামিং করছেন।
ইতিমধ্যেই রিফাত উন নবী তার বক্তব্য প্রজন্ম ফোরামের ওই টপিকে পোস্ট করেছেন। [6]
টুইটারে রিটুইট করা আর মেইলিং লিস্টে স্প্যাম মেইল পাঠানো এক কথা নয়। টুইটারের বাইরে এই ধরণের প্রচারণায় অমিক্রন ল্যাবের কেউ উৎসাহ দেয় নি এবং এই ধরণের স্প্যামিংয়ের দায় নিতেও অপারগ। তবু কেউ যদি বিব্রত হয়ে থাকেন সেজন্য আমি অমিক্রন ল্যাবের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। --- Shabab Mustafa
[0] https://twitter.com/#!/saiftheboss7 [1] http://twitter.com/#!/rifat/status/78844887927234560 [2] http://twitter.com/#!/rifat/status/78840769217179650 [3] http://forum.projanmo.com/post308356.html [4] http://www.rongmohol.com/topic17832.html [5] http://forum.projanmo.com/post308356.html#p308356 [6] http://forum.projanmo.com/post308385.html#p308385
wikipedia-bn@lists.wikimedia.org