সুধী,
আপনারা সবাই জানে ইদানিং বাংলা উইকিসংকলনে ( Bengali Wikisource) কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। এর মূল কারন গুগুল ভারতীয় ভাষাগুলির জন্য ওসিআর [১]ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। ফলে টাইপ করার যুগ শেষ হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্তেও আমরা এটি ব্যবহার করছি। এটিকে বাংলা উইকিসংকলনে যুক্ত করারজন্য WMF কাছে একটি প্রস্তাবনাও করা হয়েছে।[২] যদি ও আমরা জানি মুক্ত Tesseract OCR [৩] সঠিক সমাধান, যার কাজ কিছুটা হয়েছিল, Center for Research on Bangla Language Processing (CRBLP)[৪] থেকে ২০০৯ সাথে, তার পরে এর আর কোনো ডেভলপমেন্ট হয় নি। যা হয়েছে বাংলাদেশেই, ভারতের অবস্থা তথৈবচ, কিছুই জানা যায় না কি হচ্ছে। কিছু পেয়েছিলাম এখানে,[৫] যার কোনো খবর নেই।
সবই যা আছে তা অনলাইনে ব্যবহার যোগ্য, আমাদের একটি ভাল ডেস্কটপ বাংলা ওসিআর দরকার , যা বাংলা উইকিসংকলনে ( Bengali Wikisource)র কাজ বৃদ্ধির জন্য দরকার। বেশ আশা জেগেছিল, ২০১৪ সালে যখন বাংলাদেশের টিম ইঞ্জিন নামক সংস্থা দাবি করেছিল তারা বাংলা ওসিআর তৈরি করেছিল, ও খুব ঢাকঢোল পিটিয়ে তা প্রচার করা হয়েছিল। ব্যাপারটা যে ঐ ঢাকঢোল পেটানোই হবে, কোনো অশ্বডিম্ব প্রসব করবে না, সেটা তখনই সন্দেহ করেছিলাম, যা আজ সত্যে প্রমানিত হয়েছে। [৬]
আর একটি আশা জেগেছিল, এই বছরের শুরুতে ।অমর একুশে গ্রন্থমেলা-২০১৫- এ একসেস টু ইনফরমেশন (এটুআই) স্থাপিত ই-তথ্যকেন্দ্র থেকে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার (ওসিআর) মুক্ত করা হয়। যা দাবি করা হয়েছিল জনগনের জন্য মুক্ত করে দেওয়া হবে। বছর ঘুরতে চলল কোনো খবর নেই।[৭][৮][৯][১০][১১]।
তাই বাংলাদেশ কমিউনিটি বা উইকিমিডিয়া বাংলাদেশের কাছে অনুরোধ, এই ব্যাপারে যদি দাপ্তরিক যোগাযোগ করেন ( টিমইঞ্জিন ও এটুআই ), ও বাংলার জন্য মুক্ত বাংলা ওসিআর উপহার দিতে পারেন তবে সকল বাংলা উইকিসংকলন ব্যবহারকারীর উপকার হয়।
জয়ন্ত
১) https://support.google.com/drive/answer/176692?hl=en ২) https://phabricator.wikimedia.org/T120788 ৩) https://github.com/tesseract-ocr ৪) https://code.google.com/p/banglaocr/ ৫) http://tdil-dc.in/ocr/%28S%28r03sg0wrkntllriqpvf1aack%29%29/default.aspx ৬) http://www.prothom-alo.com/bangladesh/article/285634/%E0%A6%AC%E0%A6%BE%E0%A... ৭)http://www.ittefaq.com.bd/national/2015/02/03/13289.html ৮)http://www.hawker.com.bd/news_details.php?news_id=398931 ৯)http://techshohor.com/news/16712 ১০)http://www.banglanews24.com/fullnews/bn/363501.html ১১) http://www.a2i.pmo.gov.bd/content/development-bangla-optical-character-recog...
wikipedia-bn@lists.wikimedia.org