প্রিয় সবাই,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ফেব্রুয়ারি মাস জুড়ে আয়োজিত উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা 'বাংলার প্রেমে উইকি ২০২৪' এর ফলাফল প্রকাশিত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে 'বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের' অংশ হিসেবে মাসব্যাপী প্রতিযোগিতাটি আয়োজন করে 'বাংলা উইকিমৈত্রী'। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের উপর প্রতিবছর এই আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজিত হবে। এবাবের বিষয় ছিল 'বাংলার রন্ধনশৈলী'।
প্রতিযোগিতায় ২১২ জন অংশগ্রহণকারী ব্যক্তি মোট ২ হাজার ১১৮টি ছবি জমা দিয়েছিলেন। বিচারকেরা তিনটি ধাপে পর্যালোচনা করে সেরা ১০টি আলোকচিত্র নির্বাচন করেন। এতে প্রথম স্থান অর্জন করেছেন সোহেল। অন্যদিকে মুন্নি আক্তার মিমের তিনটি ছবি যথাক্রমে দ্বিতীয়, সপ্তম ও অষ্টম স্থানে, দোলন প্রভার দুইটি ছবি তৃতীয় ও নবম স্থানে, এবং তাপস কুমার হালদারের দুইটি ছবি রয়েছে চতুর্থ ও ষষ্ঠ স্থানে। প্রতিযোগিতার বিজয়ী আলোকচিত্রগুলি দেখুন: https://w.wiki/9XAb
বিজয়ী সকলকে আয়োজক দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়া এই আয়োজনের পেছনে যারা কাজ করেছেন বা সময় দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছান্তে, রকি
wikipedia-bn@lists.wikimedia.org