*সারসংক্ষেপː নেতৃত্ব উন্নয়ন ওয়ার্কিং গ্রুপ কর্তৃক প্রস্তুতকৃত নেতৃত্বের খসড়া সংজ্ঞা https://meta.wikimedia.org/wiki/Leadership_Development_Working_Group/Content/bn সম্প্রদায়ের প্রতিক্রিয়া প্রদানের জন্য উন্মুক্ত রয়েছে। অনুগ্রহ করে আপনার প্রতিক্রিয়া এই বার্তার নিচে, আমাদের মেটা উইকি আলাপ পাতায় https://meta.wikimedia.org/wiki/Talk:Leadership_Development_Working_Group, প্রতিক্রিয়া ফরমে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd5iFQOqnNeGdKklKmVvqqzfUKj-tgoFLBJ2tM7noLLfTMYNg/viewform?usp=sf_link অথবা মুভমেন্ট স্ট্রাটেজি ফোরামে https://forum.movement-strategy.org/t/contribute-to-a-definition-of-leadership-for-wikimedia-includes-a-quick-survey/1801/2 আমাদের জানান। আপনারা চাইলে আমাদের সরাসরি leadershipworkinggroup[image: @]wikimedia.org http://wikimedia.org এ মেইলও করতে পারেন। **পূর্ববর্তী প্রতিক্রিয়া আহবানের ঘোষণা অনুযায়ী আমরা ৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত প্রতিক্রিয়া গ্রহণ করছি, তবে এবারের দ্বিতীয় পর্যায়ে (২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত) প্রথম পর্যায়ের সমস্ত প্রতিক্রিয়া প্রদানের উপায়ের সাথে প্রয়োজনীয় ক্ষেত্রে “ফোকাসড গ্রুপ” তৈরি করে প্রতিক্রিয়া গ্রহণ করছি। আগ্রহীদের উল্লিখিত যেকোনো উপায়ে যোগাযোগের অনুরোধ করা হলো। মূল প্রতিক্রিয়া আহ্বানের ঘোষণাটি মেটাতে https://meta.wikimedia.org/wiki/Leadership_Development_Working_Group/Call_for_feedback_on_the_draft_shared_leadership_definition/bn পড়ুন।*
সকলকে আবারো স্বাগতমǃ
পূর্বেই আরেকটি বার্তায় নেতৃত্বের খসড়া সংজ্ঞায় https://meta.wikimedia.org/wiki/Leadership_Development_Working_Group/Content/bn প্রতিক্রিয়া প্রদানের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। যাঁরা মূল্যবান মতামত দিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। যাঁরা এখনো প্রতিক্রিয়া প্রদান করেননি, তাঁদের ৬ অক্টোবরের ভেতর প্রতিক্রিয়া প্রদান করতে অনুরোধ জানানো হচ্ছে।
এই বার্তার জবাবে, মেটা উইকি আলাপ পাতায় https://meta.wikimedia.org/wiki/Talk:Leadership_Development_Working_Group, প্রতিক্রিয়া ফরমে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd5iFQOqnNeGdKklKmVvqqzfUKj-tgoFLBJ2tM7noLLfTMYNg/viewform?usp=sf_link ও মুভমেন্ট স্ট্রাটেজি ফোরামের https://forum.movement-strategy.org/t/contribute-to-a-definition-of-leadership-for-wikimedia-includes-a-quick-survey/1801/2 মতো বেশ কিছু স্থানে আপনি আমাদের আপনার প্রতিক্রিয়া, পরামর্শ ও মন্তব্য জানাতে পারবেন। অথবা আমাদের সরাসরি leadershipworkinggroup[image: @] wikimedia.org এ ইমেইলও করতে পারেন।
উল্লিখিত উপায়ে প্রতিক্রিয়া গ্রহণ স্বাভাবিকভাবেই ৬ অক্টোবর পর্যন্ত চলতে থাকবে। তবে বৈশ্বিকভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে আরো গভীরভাবে “ফোকাসড গ্রুপ” তৈরি করে সম্প্রদায়ের সদস্যদের প্রতিক্রিয়া গ্রহণ করছি।
আপনি যদি সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে সামান্যতম আগ্রহীও হয়ে থাকেন, অনুগ্রহ করে যেকোনো উপায়ে (অন-উইকি, অফ-উইকি কিংবা সরাসরি আমাকে মেইল করে) আমার সাথে যোগাযোগ করবার অনুরোধ করা হলো। ফোকাসড গ্রুপে যুক্ত হবার জন্য আগে থেকে কিছু জানার বা বোঝার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র উইকিমিডিয়া আন্দোলনের যেকোনো ক্ষেত্রে নেতৃত্ব প্রদান ও নেতৃত্ব উন্নয়নে যুক্ত হওয়ায় আপনার আগ্রহ থাকাটাই সবথেকে জরুরী। আগ্রহীদের নিয়ে একটি অনলাইন সভার আয়োজন করা হবে, যেখানে সমস্ত দিকনির্দেশনা প্রদানপূর্বক তাঁদের খসড়া সংজ্ঞাটি উপস্থাপন ও মতামত গ্রহণ করা হবে। সভার সমস্ত তথ্য পরবর্তীতে আগ্রহীদের জানিয়ে দেয়া হবে।
আসুন সকলে মিলে আন্দোলনের বৈচিত্র্যময় ও স্বতন্ত্র নেতৃত্বকে উদযাপন করিǃ
আপনার দিন শুভ হোকǃ
নেতৃত্ব উন্নয়ন ওয়ার্কিং গ্রুপের পক্ষে,
রাফিউল বাহার https://meta.wikimedia.org/wiki/User:Mrb_Rafi
wikipedia-bn@lists.wikimedia.org