সুধী,
২০২২ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৮ বছর পূর্ণ করেছে। এই ১৮ বছর শেষে বাংলা উইকিপিডিয়া নিয়ে আমাদের কী প্রত্যাশা ছিল, তার কতখানি অর্জন করতে পেরেছি এবং সামনের দিনে আমাদের আরো কী করা প্রয়োজন তা নিয়ে সংক্ষিপ্ত আত্মমূল্যায়ণধর্মী আলোচনা।
তারিখ: ২৯ জানুয়ারি, ২০২২, শনিবার সময়: সন্ধ্যা ৭টা হতে ৮টা (বাংলাদেশ), ৬:৩০টা হতে ৭:৩০টা (ভারত); এছাড়াও আপনার স্থানীয় সময় দেখতে পারেন এখানে: https://zonestamp.toolforge.org/1643461216
আলোচনায় থাকবেন:
১। সুব্রত রায় – প্রশাসক ও সর্বোচ্চ নিবন্ধ সৃষ্টিকারী, বাংলা উইকিপিডিয়া ২। গৌতম রায় – সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩। জয়ন্ত নাথ – প্রশাসক, বাংলা উইকিপিডিয়া; পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের পরিচালন পর্ষদের সদস্য ৪। নাহিদ সুলতান – প্রশাসক, বাংলা উইকিপিডিয়া; সাবেক সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ ৫। অংকন ঘোষ দস্তিদার – বাংলা উইকিপিডিয়ান; সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
আলোচনাটি অনলাইন দেখা যাবে এই লিংকে: https://fb.me/e/1okDZtzGE
ধন্যবাদান্তে,
তানভির রহমান
-- Tanvir Rahman Wikitanvir on Wikimedia https://meta.wikimedia.org/wiki/User:Wikitanvir
wikipedia-bn@lists.wikimedia.org