বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বইটি পাওয়ার মাধ্যমে। মৃত ইতিহাস জীবন্ত হলো। নেপালে চর্যাপদ খুঁজে পাওয়ার মতোই বড় একটি কাজ আপনারা করেছেন। এর রেশ যে কতদূর দ্যুতি ছড়াবে তা আগামী দিনগুলোতে প্রত্যক্ষ করা যাবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আর যতো জায়গায় সম্ভব বইটি পৌঁছিয়ে দেব শীঘ্রই।
On Thu, 21 Jul 2022, 11:29 pm Bodhisattwa, bodhisattwa.rgkmc@gmail.com wrote:
সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বেশ কয়েক মাসের চেষ্টায় ১৭৪৩ খৃষ্টাব্দে লিসবন শহর থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত বাংলা অভিধান ভোকাবুলারিও ইম ইদিওমা বেঙ্গালা ই পর্তুগ্যেজ (Vocabulario em Idioma Bengalla, e Portuguez) বইটি স্ক্যান ও আপলোড করা সম্ভব হয়েছে। বইটি ব্রিটিশ লাইব্রেরিতে রয়েছে এবং স্ক্যান করতে খরচ হয়েছে ৩১৭.৪৯ পাউণ্ড যা বহন করেছে উইকিমিডিয়া ইউকে চ্যাপ্টার।
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও উইকিমিডিয়া ইউকে চ্যাপ্টারের মধ্যে এই সমন্বয়ের জন্য ধন্যবাদ প্রাপ্য তানভির হাসান ও দারিয়া সিব্লুস্কার।
বইটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আশা করি উইকিসংকলনে এই বইটি একটি সম্পদ হিসেবে থেকে যাবে।
লিঙ্ক -
- কমন্স ফাইল -
https://commons.wikimedia.org/wiki/File:Vocabulario_em_Idioma_Bengalla,_e_Po...
- উইকিসংকলন নির্ঘণ্ট পাতা - https://bn.wikisource.org/s/hawj
- বাংলাপিডিয়া নিবন্ধ -
https://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%95%E0%A6...
ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব _______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org