সুপ্রিয় সবাই,
উইকিম্যানিয়া ২০২২ উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উইকিম্যানিয়া
২০২২ বাংলাদেশ পর্বে <https://w.wiki/5Uqj> উপস্থাপনা সেশনের আহ্বান
<https://w.wiki/5W97> করা হয়েছে। এই আয়োজনে ৬টি বিষয়ভিত্তিক উপস্থাপনা এবং
৬টি সংক্ষিপ্ত উপস্থাপনা সেশন নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি বিষয়ভিত্তিক
উপস্থাপনার জন্য সময় থাকছে ১৫ মিনিট এবং প্রতিটি সংক্ষিপ্ত উপস্থাপনার জন্য
সময় থাকছে ৫ মিনিট। সময়ের অপ্রতুলতার কারণে উপস্থাপনার সংখ্যা বৃদ্ধির সুযোগ
না থাকায় জমা পড়া উপস্থাপনা প্রস্তাবের সংখ্যা বেশি হলে গুরুত্ব অনুসারে
উপস্থাপনাসমূহ চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। আগ্ৰহীদের এই গুগল ফর্মটি
<https://docs.google.com/forms/d/e/1FAIpQLScBlKBK5bsZ41D2gZr0mVbNP14JBTh0UMf…>
পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মূল আয়োজক দলের পক্ষে,
--
*Shakil Hosen *(he/him)
Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram
<https://t.me/ShakilMdsHosen>
সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বেশ কয়েক মাসের চেষ্টায় ১৭৪৩ খৃষ্টাব্দে
লিসবন শহর থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত বাংলা অভিধান ভোকাবুলারিও ইম ইদিওমা
বেঙ্গালা ই পর্তুগ্যেজ (Vocabulario em Idioma Bengalla, e Portuguez) বইটি
স্ক্যান ও আপলোড করা সম্ভব হয়েছে। বইটি ব্রিটিশ লাইব্রেরিতে রয়েছে এবং স্ক্যান
করতে খরচ হয়েছে ৩১৭.৪৯ পাউণ্ড যা বহন করেছে উইকিমিডিয়া ইউকে চ্যাপ্টার।
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও উইকিমিডিয়া ইউকে চ্যাপ্টারের মধ্যে এই
সমন্বয়ের জন্য ধন্যবাদ প্রাপ্য তানভির হাসান ও দারিয়া সিব্লুস্কার।
বইটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আশা করি উইকিসংকলনে এই বইটি একটি সম্পদ
হিসেবে থেকে যাবে।
লিঙ্ক -
- কমন্স ফাইল -
https://commons.wikimedia.org/wiki/File:Vocabulario_em_Idioma_Bengalla,_e_P…
- উইকিসংকলন নির্ঘণ্ট পাতা - https://bn.wikisource.org/s/hawj
- বাংলাপিডিয়া নিবন্ধ -
https://bn.banglapedia.org/index.php?title=ভোকাবুলারিও
ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব