সহকর্মীবৃন্দ, উইকিমিডিয়া কমন্সে এ মাসের "আজকের নির্বাচিত ছবি" হিসেবে বাংলাদেশ সম্পর্কিত একটি ছবি নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী ৪ঠা আগস্ট, ২০০৯ তারিখে উইকিমিডিয়া কমন্স, বাংলা উইকিপিডিয়াসহ অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের প্রথম পাতায় দেখা যাবে। ছবিটির বিষয় হয়তো অনেকের কাছে ভাল নাও লাগতে পারে। কারণ ছবিটির বিষয় হচ্ছে একটি ছোট শিশু যে ছোট ছোট পক্সে আক্রান্ত এবং ছবিটি দেখে মোটেও স্বস্তিকর নয়। তবে ছবিটির বিবরণে যে কথা লেখা আছে তাতে বাংলাদেশের ইতিবাচক দিকটি স্পষ্ট। ছবিটির লিঙ্ক নিচে দিয়ে দিলাম,
http://bn.wikipedia.org/wiki/image:Child_with_Smallpox_Bangladesh.jpg
ধন্যবাদান্তে, বেলায়েত
সকল উইকিপিডিয়ানকে আমার পক্ষ থেকে বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা, আর কয়েকটি অনুরোধ—
প্রায় বিশ হাজার নিবন্ধের অনেক নিবন্ধই অসম্পূর্ণ, সেগুলো সম্পূর্ণ করুন।কেমন হবে আমি জানি না কেমন হবে, তবে অনেক চিত্রের লেবেলিং-ই ইংরেজিতে সেগুলো বাংলায় অনুবাদ করা যায় কী না দেখুন।উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তথ্যসূত্র। তাই মানুষ যাতে বাংলা উইকিতে খুব প্রয়োজনীয় তথ্যগুলো বাংলাতে পায়, সেজন্যে সেসকল নিবন্ধগুলো সংযুক্ত ও সম্পাদনা করুন। উদাহরণস্বরূপ: রোগ-ব্যাধি; আর বিজ্ঞানচর্চার সাহায্যে বিজ্ঞানবিষয়ক নিবন্ধসমূহ।অনেক বিষয়ের-ই সম্পূর্ণ বিষয়শ্রেণী দেখি না, সেগুলো সম্পাদনা করারও অনুরোধ রইল।
তানভির রহমান
_________________________________________________________________ Drag n’ drop—Get easy photo sharing with Windows Live™ Photos.
http://www.microsoft.com/windows/windowslive/products/photos.aspx
wikimedia-bd@lists.wikimedia.org