প্রিয় সবাই, বরাবরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড়ো হবেন। আপনিও চলে আসতে পারেন :) ঐতিহ্যগতভাবে আমরা এই দিনটিতে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানাই। ঢাকাসহ অন্যান্য স্থানেও উইকিপিডিয়ানরা এটি পালন করে থাকেন। আপাতত ঢাকার তথ্য যুক্ত করা হলো।
পূর্বে আমরা ঢাকার বইমেলার প্রবেশপথের পাশে দাঁড়াতাম কিন্তু দুই/তিন বছর যাবত ভিড় বেশি থাকার কারণে ওদিকে দাঁড়ানো নিষেধ রয়েছে। তাই গত দুই বছর জাতীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়েছি। এবারও ওখানেই ইচ্ছে, না হলে টিএসসির দিকে দাঁড়াতে হবে। ইভেন্ট পাতায় নাম্বার রয়েছে, আসার পর দয়া করে কল দেওয়ার অনুরোধ।
এই পাতায় তথ্য রয়েছে: https://bd.wikimedia.org/s/1ui
ধন্যবাদ নাহিদ
wikimedia-bd@lists.wikimedia.org