১৫ তারিখের জন্মদিনের অনুষ্ঠানের জন্য এখনও কোন ভেনু ঠিক করা যায়নি। সকলের কাছে সহযোগিতা চাইছি, আপনারা ধানমন্ডীর দিকে রেস্টুরেন্ট টাইপের ভেনু প্রস্তাব করুন, যেখানে ৫০-৬০ জন লোকের বসার এবং বিকেলের নাস্তার (জন প্রতি ১০০টাকা) ব্যবস্থা থাকবে। এছাড়াও সেখানে আমরা কেক কেটে, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে ভিডিও প্লে করতে পারি এমন সুযোগও থাকতে হবে। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে খোঁজখবর নিয়ে দ্রুত প্রস্তাব করার অনুরোধ করছি।
বেলায়েত
wikimedia-bd@lists.wikimedia.org