গত সভায় গৃহীত একটি সিদ্ধান্তের ব্যাপারে আমার একটু সমস্যা আছে। সবাই যদি নামের শেষে উইকিমিডিয়া বাংলাদেশ লিখেন, সেটা তো আক্ষরিক অর্থে ঠিক না, কারণ ভারতীয় উইপিডিয়ানও তো বাংলা উইকিতে আছে। জয়ন্তদা নিজেই সেই সভায় ছিলেন, তিনিও কী উইকিমিডিয়া বাংলাদেশ লিখবেন? সেজন্য আমার মতে তাঁরা তাঁদের জন্য নতুন একটা আইডেন্টিটি খুলবেন। যেহেতু বাংলাদেশ এখানে সংখ্যাগুরু, কিন্তু পশ্চিমবঙ্গীয় নিয়মিত উইকিপিডিয়ান (যেমন:অর্ণব দত্ত, ভার্গব চৌধুরি) রয়েছেন, এমন কী দু'জন প্রশাসকও (জয়ন্তদা ও সপ্তর্ষিদা); তাঁদের আইডেন্টিটিটাও তাঁদের মতোই হওয়া উচিত।
যদি এটাকে একটা আলোচনার বিষয় ধরা হয় এখন প্রশ্ন, দু'ক্ষেত্রে সমন্বয় হবে কী করে? এটাই আমার মতে সামনের আলোচনার একটা এজেন্ডা হতে পারে। প্রাথমিকভাবে আমার যা ভালো মনে হয় আমি নিচে বলছি:
দু'টো আলোচনা একইসাথে চলবে, কারণ আমার যতোদূর ধারণা, লক্ষ্য একই কিন্তু প্রসপেক্ট সামান্য ভিন্ন হতে পারে। তাই সেগুলোও তাঁরা আমাদের সাথে যেমন শেয়ার করবেন, আমরাও আমাদেরটা শেয়ার করবো। সবার ভালো আইডিয়াটা ও কাজটা আমাদের দরকার। সিদ্ধান্তটাও কেন্দ্রীয়ভাবেই হবে। এবং দু'ক্ষেত্রের ব্যবহারকারী ও সম্পাদকরাই এতে ইনভলভ্ড থাকবেন।আমাদের উদ্দেশ্য ছিলো বাংলা উইকিপিডিয়ার প্রচারণা ও লক্ষ্য। তাই আমাদের আলোচনাসভায় যে গ্রুপটা হলো, তার নামটা বরং বাংলাদেশ কেন্দ্রিক না হয়ে ভাষা কেন্দ্রিক হোক, তাহলে ইউনিটি বাড়বে। বাংলা উইকিমিডিয়া/বাংলা উইকিমিডিয়া সম্প্রদায় কী করা যায়?ওপার বাংলার জন্য যদি একটা পৃথক আইডেন্টিটি দেওয়া হয়, তবে কিন্তু অবশ্যই, কিছুই, ভাগ হবে না। সিদ্ধান্ত যেহেতু উইকিপিডিয়া কেন্দ্রিক তাই সবই একস্থানে, একত্রেই নেওয়া হবে। শুধু আমরা দেশ ও সংস্কৃতি ভিন্নতার কারণে একটা আলাদা আইডেন্টিটি বহন করবো-এই যা, আর এটা লোকালি আমাদের নতুন ব্যবহারকারীদের উৎসাহিত করতে ও প্রচারণায় ব্যবহৃত হবে। দু'জাগাতেই তো আমাদের কমিউনিটি গ্রো করতে হবে। সেই ভাবনা থেকেই এটা বলেছি।
আফটার অল আমরা তো সবাই উইকিমিডিয়ান/উইকিপিডিয়ান। এখানে আমাদের মূল আইডেন্টিটি কিন্তু এটাই। আর সবাই রেসপন্স করুন।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
_________________________________________________________________ Share your memories online with anyone you want. http://www.microsoft.com/middleeast/windows/windowslive/products/photos-shar...
তানভির, আপনি গতসভায় ছিলেন না। এর জন্য হয়তো কিছু মিস করছেন। গতসভায় আলোচনার লগ খেয়াল করুন, ওখানে উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কে ভাল করে জানার জন্য আমি সবাইকে কিছু লিঙ্ক দিয়েছি। ঐ লিঙ্কগুলো দেখলে এ সংগঠন সম্পর্কে বেশ ভাল ধারণা হবে। আপনি যে ইস্যুগুলো এখানে বলেছেন তার সব উত্তরই সেখানে পাবেন। অনুগ্রহ করে ঐ লিঙ্কগুলো পড়ে দেখুন। পড়ার পর কোথাও সমস্যা হলে প্রশ্ন করুন।
উইকিমিডিয়া বাংলাদেশ, শুধু বাংলাদেশে কাজ করবে, বাংলাদেশী কম্যুনিটি নিয়ে কাজ করবে এবং বিশেষ কোনো প্রয়োজনে এবং সাহায্যের জন্য ভারতীয়দের সাথে কাজ করবে। ভারতে প্রচারণার জন্য ভারতীয়দেরই এগিয়ে আসতে হবে। এটাই সবচেয়ে কার্যকরী হবে। আমরা তাদেরকে সাহায্য করতে পারি। অপরদিকে তারাও আমাদের সাহায্য করতে পারেন। উইকিপিডিয়ার কোনো ভৌগলিক সীমারেখা নাই, কিন্তু চ্যাপ্টারের আছে। আমি ভারতীয় এবং বাংলাদেশী বলে কোনো কিছু আলাদা বলতে চাই না। তবে চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ভৌগলিক দিক বিবেচনা করতে হবে। আমার বিশ্বাস উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কিত লিঙ্কগুলো পড়লে এ বিষয়গুলো আপনার পরিস্কার হয়ে যাবে। ভারতে বিভিন্ন কম্যুনিটি নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে ভারতীয় চ্যাপ্টারের কাজ অনেক দূর এগিয়েছে। আমার জানা মতে ভারতীয় চ্যাপ্টারের সাথে সাথে ভারতের ছোট ছোট কম্যুনিটিতেও সাব চ্যাপ্টারের ব্যবস্থা রাখা হচ্ছে। আমি নিজেও ভারতীয় চ্যাপ্টারের সাথে জড়িত। চ্যাপ্টার সমন্বয়ের ব্যাপারটা ফাউন্ডেশনের। আমাদের কাজ একে অন্যকে সাহায্য করা। সেটা যেভাবেই হোক। আর সংখ্যাগুরু লঘু বলে কোনো কথা নয়, কথা হল কম্যুনিটি নিয়ে। দুই জায়গাতেই আমাদের কম্যুনিটি তৈরি করতে হবে। এবং তা বাড়াতে হবে। এক উইকিপিডিয়ার জন্য আমরা কাজ করবো কিন্তু যার যার স্থান থেকে।
আর একটা ব্যাপার বলে রাখা ভাল, মনে রাখবেন উইকিমিডিয়া চ্যাপ্টার কখনও উইকিমিডিয়া প্রকল্পের মালিক নয়। চ্যাপ্টার হল কোন ভৌগলিক এলাকায় তার স্থানীয় ভাষাসহ অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পকে সহযোগীতা করবে। প্রকল্পের দেখভাল এবং প্রশাসন চ্যাপ্টার ছাড়া যেভাবে চলছে সেভাবেই চলবে। সেখানে কোনো চ্যাপ্টার হস্তক্ষেপ করবে না।
লিঙ্কগুলো পড়ার আবারও পরামর্শ দিচ্ছি। খুজে না পেলে আমাকে জানান আমি আপনাকে ইমেইল করে দিবো।
বেলায়েত উইকিমিডিয়া বাংলাদেশ https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
2009/9/6 Tanvir Rahman wikitanvir@hotmail.com
গত সভায় গৃহীত একটি সিদ্ধান্তের ব্যাপারে আমার একটু সমস্যা আছে। সবাই যদি নামের শেষে *উইকিমিডিয়া বাংলাদেশ* লিখেন, সেটা তো আক্ষরিক অর্থে ঠিক না, কারণ ভারতীয় উইপিডিয়ানও তো বাংলা উইকিতে আছে। জয়ন্তদা নিজেই সেই সভায় ছিলেন, তিনিও কী উইকিমিডিয়া বাংলাদেশ লিখবেন? সেজন্য আমার মতে তাঁরা তাঁদের জন্য নতুন একটা আইডেন্টিটি খুলবেন। যেহেতু বাংলাদেশ এখানে সংখ্যাগুরু, কিন্তু পশ্চিমবঙ্গীয় নিয়মিত উইকিপিডিয়ান (যেমন:অর্ণব দত্ত, ভার্গব চৌধুরি) রয়েছেন, এমন কী দু'জন প্রশাসকও (জয়ন্তদা ও সপ্তর্ষিদা); তাঁদের আইডেন্টিটিটাও তাঁদের মতোই হওয়া উচিত।
যদি এটাকে একটা আলোচনার বিষয় ধরা হয় এখন প্রশ্ন, দু'ক্ষেত্রে সমন্বয় হবে কী করে? এটাই আমার মতে সামনের আলোচনার একটা এজেন্ডা হতে পারে। প্রাথমিকভাবে আমার যা ভালো মনে হয় আমি নিচে বলছি:
- দু'টো আলোচনা একইসাথে চলবে, কারণ আমার যতোদূর ধারণা, লক্ষ্য একই কিন্তু
প্রসপেক্ট সামান্য ভিন্ন হতে পারে। তাই সেগুলোও তাঁরা আমাদের সাথে যেমন শেয়ার করবেন, আমরাও আমাদেরটা শেয়ার করবো। সবার ভালো আইডিয়াটা ও কাজটা আমাদের দরকার। 2. সিদ্ধান্তটাও কেন্দ্রীয়ভাবেই হবে। এবং দু'ক্ষেত্রের ব্যবহারকারী ও সম্পাদকরাই এতে ইনভলভ্ড থাকবেন। 3. আমাদের উদ্দেশ্য ছিলো বাংলা উইকিপিডিয়ার প্রচারণা ও লক্ষ্য। তাই আমাদের আলোচনাসভায় যে গ্রুপটা হলো, তার নামটা বরং বাংলাদেশ কেন্দ্রিক না হয়ে ভাষা কেন্দ্রিক হোক, তাহলে ইউনিটি বাড়বে। *বাংলা উইকিমিডিয়া*/*বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়* কী করা যায়? 4. ওপার বাংলার জন্য যদি একটা পৃথক আইডেন্টিটি দেওয়া হয়, তবে কিন্তু অবশ্যই, কিছুই, ভাগ হবে না। সিদ্ধান্ত যেহেতু উইকিপিডিয়া কেন্দ্রিক তাই সবই একস্থানে, একত্রেই নেওয়া হবে। শুধু আমরা দেশ ও সংস্কৃতি ভিন্নতার কারণে একটা আলাদা আইডেন্টিটি বহন করবো-এই যা, আর এটা লোকালি আমাদের নতুন ব্যবহারকারীদের উৎসাহিত করতে ও প্রচারণায় ব্যবহৃত হবে। দু'জাগাতেই তো আমাদের কমিউনিটি গ্রো করতে হবে। সেই ভাবনা থেকেই এটা বলেছি।
আফটার অল আমরা তো সবাই উইকিমিডিয়ান/উইকিপিডিয়ান। এখানে আমাদের মূল আইডেন্টিটি কিন্তু এটাই। আর সবাই রেসপন্স করুন।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
Share your memories online with anyone you want anyone you want.http://www.microsoft.com/middleeast/windows/windowslive/products/photos-share.aspx?tab=1
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
wikimedia-bd@lists.wikimedia.org