প্রিয় সবাই,আশা করছি সবাই ভালো আছেন।কিছু দিনের মধ্যে আমি পুণরায় আমার কর্মস্থল প্রবাসে চলে যাব।এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে প্রিয় উইকিপিডিয়ানদের সাথে একবার স্বাক্ষাৎ করতে ইচ্ছুক।আমরা কি একত্রে বা আলাদা আলাদা ভাবে ঢাকা ও চট্টগ্রামে দুইটি মিট-আপ আহ্বান করতে পারি? হ্যাঁ জানি, যে কেউ চাইলে একটি মিট-আপ আহ্বান করতে পারে। আমিও পারতাম।তবে যারা দেশে থেকে কষ্ট করে এ কমিউনিটিকে স্বচেতন রাখছেন তাদের প্রতি সম্মান দেখাতে সার্বজনীন ভাবে এ আহ্বান করা হল।আপনাদের মধ্য হতে এ বিষয়ে প্রস্তাব ও দিন-তারিখ নিয়ে আলোচনা প্রত্যাশিত রইল। আমি চলে যাব তা বিষয় নয় বিষয়টি হল আমি পুণরায় অনেক দিনের জন্য আপনাদের সঙ্গহীন থাকব। তাই এ স্বাক্ষাৎ প্রত্যাশি।এতে যথা নিয়মে যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ দ্রষ্টব্য: চট্টগ্রাম মুসলিম হল সংলগ্ন ষ্টুডিও থিয়েটার হল প্রতি বাংলা মাসের 10 তারিখ দুপুর 12 টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যবহার করার সুযোগ রয়েছে।
শুভেচ্ছা সহ:মিডুউইকি ইউজার: SUFIDISCIPLE মোবাইল: 01820129245
On Monday, March 30, 2015 12:56 PM, Hasive Nurunnaby nhasive@wikimedia.org.bd wrote:
প্রিয় সবাই, একটা ভালো খবর। আমাদের সক্রিয় উইকিপিডিয়ান নাহিদ সুলতান [১] উইকিপিডিয়ার গ্লোবাল এডমিন [২] হয়েছে। নাহিদকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নাহিদ বর্তমানে বাংলা উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স ও মেটা উইকিমিডিয়ার প্রশাসক হিসেবে কাজ করছে। এছাড়াও নাহিদ উইকিমিডিয়া বাংলাদেশের আউটরিচ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছে। [১] https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan%5B%E0%A7%A8] https://meta.wikimedia.org/wiki/Steward_requests/Global_permissions
:)