চালু করলে ভালোই হয়, তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখা উচিত, বাংলা ভাষায় উইকিপিডিয়া ছাড়াও বর্তমানে আরও তিনটি প্রকল্প রয়েছে যার সবগুলোই প্রায় অক্রিয় বা সম্পূর্ণ অক্রিয়। নতুন যে-কোনো প্রকল্প চালুর জন্য উইকিমিডিয়ার ল্যাঙ্গুয়েজ কমিটির অনুমোদন লাগে। ল্যাঙ্গুয়েজ কমিটিতে বর্তমানে বাংলা উইকিউক্তির আবেদনটাও পেন্ডিং আছে, কারণ কোনো আমাদের ইতিমধ্যেই নিয়ে রাখা প্রকল্পগুলোতে কোনো কার্যকরী কমিউনিটি নেই। এ অবস্থায় নতুন আরেকটি প্রকল্প ল্যাঙ্গুয়েজ কমিটির অনুমোদন পাবে কি না তা নিয়ে আমার বেশ সংশয় রয়েছে। তাছাড়া উইকিভয়েজের কাজের প্যাটার্নটা কেমন হবে তা বোঝার জন্য আমার মনে হয় স্বেচ্ছাসেবক হিসেবে ইংরেজি উইকিভয়েজে সময় দিয়ে কাজ করা উচিত। নতুন প্রকল্প তৈরির পর সেটির ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তাও জানা দরকার। বাংলাদেশের স্থানগুলোর ওপরে থাকা ভুক্তিগুলো ইংরেজিতে ঠিক করা উচিত। বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ বাংলাদেশের বেড়াতে আসলে তাঁরা রিসোর্স খুঁজবেন সেখানেই। তাই বাংলা ভাষায় কিছু থাকার চেয়ে ইংরেজি ভাষায় আমাদের সম্পর্কে থাকার প্রয়োজনীয়তা একটু বেশিই।
এই বিষয়গুলো একটু ভেবে দেখার অনুরোধ করছি।
তানভির