আন্তরিক অভিনন্দন। শুভ হোক পথচলা। May, blessings, peace and love embrace you-----------------------------------------With best regards… S A Medu
On Thursday, January 28, 2016 5:49 PM, Goutam Roy gtmroy@gmail.com wrote:
সবাইকে আন্তরিক অভিনন্দন। শুভ হোক নতুন নির্বাহী কমিটির পথচলা।
গৌতম
2016-01-27 13:22 GMT+06:00 Munir Hasan munir.hasan@bdosn.org:
প্রিয় বাংলা উইকিপিডিয়ান, উইকিমিডিয়ান এবং শুভানুধ্যায়ী,
১। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা গত ১৫ জানুয়ারি সফলভাবে ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সভা সম্পন্ন করেছি। এর মাধ্যমে ২০১১ সাল থেকে আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন ও প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির কার্যক্রমের সমাপ্তি হলো। ২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের চ্যাপ্টার স্বীকৃতি পাওয়ার দীর্ঘ সময় পর আমরা দেশে আইনীকাঠামোর আওতায় এসেছি এবং প্রথম বার্সিক সাধারণ সভার মাধ্যমে আমাদের প্রাথমিক আইনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। এই কাজে নিরলসভাবে যারা লেগে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং সকল প্রতিষ্ঠাতা সদস্যকেও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
২। বার্ষিক সাধারণ সভার স্বাক্ষরিত কার্যবিবরনী নিচের লিংকে দেখা যাবে https://goo.gl/0ZJ9OR
৩। বার্ষিক সাধারণ সভা উইকিমিডিয়া বাংলাদেশের ২০১৬-২০১৭ সালের জন্য নির্বাহী কমিটির ৯ জন সদস্যকে নির্বাচিত করেছে। তারা হলেন - ১. মুনির হাসান, ২. তানভির রহমান, ৩. তানভির মোর্শেদ, ৪. নুরুন্নবী চৌধুরী হাছিব, ৫. নাহিদ সুলতান, ৬. শাবাব মুস্তফা, ৭. এ.কে. আল মহিউদ্দিন, ৮. মাসুম আল হাসান, এবং ৯. আলী হায়দার খান।
নবনির্বাচিত নির্বাহী সদস্যদের অভিনন্দন। নির্বাহী কমিটি তাদের প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করবে। এছাড়া কমিটি ২০১৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রাক্কলিত বাজেট তৈরি করে উইকিমিডিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন নির্বাহী কমিটির জন্য শুভ কামনা।
৪। নির্বাহী কমিটি, অপারেশনস কমিটি ইত্যাদি থাকলেও উইকিমিডিয়ার সকল প্রকল্পের মূল শক্তি একর ব্যবহারকারী, সম্পাদক এবং সম্প্রদায়ের সদস্যবৃন্দ। বিগত বছর সমূহে আমরা সকরে মিলে অনেকগুলো ভালকাজ করেছি, বাংলা উইকিপিডিয়াকে ডেপথ হিসাবে তৃতীয় স্থানে এনেছি, বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে জিমিকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। আমি নিশ্চিত যে, আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে আরো ভাল ভাল কাজ করতে পারবো যার লক্ষ্য হবে এমন একটা পৃথিবীর পথে অগ্রসর হওয়া যেখানে মানবজাতির সমগ্র জ্ঞানভান্ডার সবার জন্য উন্মুক্ত থাকবে।
৫। সব আয়োজনে, উদ্যোগে সবার অংশগ্রহণ কামনা করি।
সবার জন্য শুভ কামনা।
ধন্যবাদ
মুনির হাসান