গত কয়েক মাসে এখানে উইকিপিডিয়ানরা যতগুলি মেইল করেছেন তার থেকে ৩ দিনে বেশী মেইল এসেছে। প্রথমেই ধন্যবাদ ইমেইল করার জন্য।
আমি উইকিতে প্রথম যুক্ত হবার পর গ্রুপে(bangla_wiki@yahoogroups.com) অনেক মেইল আসতো । সেখান থেকে উৎসাহিত হয়েই উইকিতে লেখা শুরু করেছিলাম; যদিও আমি খুবই অনিয়মিত। এখন এই লিস্টে বা আগের গ্রুপে কোথাও কেউ মেইল করেন না । কিন্তু উইকিপিডিয়ায় নিয়মিত নতুন লেখা আসছে। তার মানে উইকিপিডিয়ানরা অনলাইনে থাকলেও কেন কারণে ইমেইল করতে আগ্রহী না।
ইমেইল আসলে সুবিধা হল যে জানা যাচ্ছে এখন কোন কোন ধরনের কাজ হচ্ছে বা আমার কোনটা করা উচিত । তা না হলে উইকিতে গিয়ে দেখে আসতে হয় যা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এখন অনেকেই উইকিতে নিয়মিত লিখছেন । অনেক বিষয় নিয়ে আলাপ হচ্ছে । এই আলোচনা গুলি মেইলের মাধ্যমে করলে সহজে জানতে পারা যায় বা অলোচনায় অংশ নেয়া যা। আর প্রতিটি নিবন্ধের আলাপ পাতা নিয়মিত ওপেন করে দেখা বাস্তবে সম্ভব না । ফলে অনেক সময় বিভিন্ন আলোচনা শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে আমিও এতে অংশ নিতে পারতাম। কিন্তু সব আলোচনা এখানে করতে হবে আমি এমনটি বলছি না । হয়তো আলাপ পাতার লিংক দিয়ে বলা যায় যে এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে।
উইকিমেইলিং লিস্টে আমার মত অনেকেই হয়তো নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন । তাদের উৎসাহ দেয়া জরুরী যেন তারা নিয়মিত হয়। উইকিপিডিয়ায় লেখা কোন বোরিং কাজ বলে আমার মতে হয় না । অসংখ্য বিষয়ে লেখার অপশন রয়েছে। যার যে বিষয় ভালো লাগবে সে সেটা নিয়ে লিখবে। জোর করে তো কোন বিষয়ে লেখানো হবে না। আর এটি অবশ্যই একটি গর্বের বিষয় যে অন্যান্য সাধারন মানুষ যেখান থেকে তথ্য নিয়ে নিজেদের সমৃদ্ধ করছে সেই নিবন্ধগুলি আমার নিজের লেখা। এটি অনুধাবন করতে হবে । তবে ব্লগ বা ফোরামে যেমন লেখার আগে লেখকের নাম থাকে, লেখা নিয়ে মন্তব্য করা সহ আরও বিভিন্ন কিছু করা যায়। এই বিষয়গুলি উইকিতে সেভাবে নেই । যার ফলে অনেকে উৎসাহ নাও পেতে পারে।
উইকিপিডিয়া সমৃদ্ধ করতে হলে উইকিপিডিয়ান বাড়াতে হবে। এতদিন যেভাবে প্রচার করা হয়েছে তার থেকে ভিন্ন এবং আরও সুসংগঠিত ভাবে চেষ্ঠা চালাতে হবে। কোন পদ্ধতিটি বেশী কার্যকর হবে এটি অভিজ্ঞতা বলতে পারবেন। এখানে অনেকেই আছেন যারা এধরনের অনেক দলে যুক্ত আছেন বা পরিচালনা করছেন । তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারেন।