ওটাই বলতে চেয়েছি। উইকিমিডিয়া বাংলাদেশ এর একটা ব্যানার, প্যাড বা সীল এগুলো নিয়ে এই সংগঠনটি প্রচার ও প্রসারনায় অগ্রসর হলে ব্যাপারটা আরো ফলপ্রসু হবে।তাই নয় কি?
2011/2/25 Tanvir Rahman wikitanvir@gmail.com
তন্ময় ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। বাংলা উইকিপিডিয়ার সবকিছু বাংলায় হওয়া
উচিৎ।
প্রেজেন্টেশন বাংলায় হওয়াতেই ভালো হবে। কারণ প্রথমত, যাঁদের বোঝাতে চাই তাঁদের জন্য বাংলায়-ই সবচেয়ে কার্যকরী; দ্বিতীয়ত, আমাদের মূল ফোকাস বাংলা উইকিপিডিয়া; ইংরেজি প্রেজেন্টেশন তার সাথে খাপ খায় না। প্রেজেন্টেশনটি আমরা কেউ করতে আগ্রহী হলে, আমরাও করে ফেলে এখানে প্রস্তাব করতে পারি। সেক্ষেত্রে সবাই মিলে সংশোধন/সংযোজন/বিয়োজন/পরিবর্তন করে সেটি আরও কার্যকর করা যায়।
এবং বাংলা উইকিপিডিয়ার একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করার সময়
সম্ভবত এসে গেছে।
আর উইকিপিডিয়া কোনো সংগঠন আসলে নয়, এটি একটি ওয়েবসাইট ও মাধ্যম হিসেবেই থাকবে। বাংলাদেশে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোর প্রসার ও প্রচারণার কাজ করে উইকিমিডিয়া বাংলাদেশ, যেটি একটি সংগঠন। তবে ওয়ার্কশপ/মিটআপের জন্য কখনও কোনো প্রতিষ্ঠান প্রয়োজন সেভাবে হয় না। যে-কেউ মিলে একটি আয়োজন করতে পারেন, মানুষদের জানানোটাই এখানে বড়ো বিষয়। আমাদের আগের মিটআপ/ওয়ার্কশপগুলোও এভাবেই আয়োজিত হয়ে আসছে। তবে প্রাতিষ্ঠানিক পরিচিতি থাকলে সুবিধা হয় ব্যাপারটা আমিও মানি।
তানভির
2011/2/25 Maruf ][@prop[E]n][ posidon.rulz@gmail.com
তন্ময় ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। বাংলা উইকিপিডিয়ার সবকিছু বাংলায় হওয়া উচিৎ। এবং বাংলা উইকিপিডিয়ার একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করার সময় সম্ভবত এসে গেছে।
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
-- Tanvir Rahman [[User:Wikitanvir]] http://bit.ly/wikitanvir
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd