ওটাই বলতে চেয়েছি। উইকিমিডিয়া বাংলাদেশ এর একটা ব্যানার, প্যাড বা সীল এগুলো নিয়ে এই সংগঠনটি প্রচার ও প্রসারনায় অগ্রসর হলে ব্যাপারটা আরো ফলপ্রসু হবে।তাই নয় কি?
তন্ময় ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। বাংলা উইকিপিডিয়ার সবকিছু বাংলায় হওয়া উচিৎ।
প্রেজেন্টেশন বাংলায় হওয়াতেই ভালো হবে। কারণ প্রথমত, যাঁদের বোঝাতে চাই তাঁদের জন্য বাংলায়-ই সবচেয়ে কার্যকরী; দ্বিতীয়ত, আমাদের মূল ফোকাস বাংলা উইকিপিডিয়া; ইংরেজি প্রেজেন্টেশন তার সাথে খাপ খায় না। প্রেজেন্টেশনটি আমরা কেউ করতে আগ্রহী হলে, আমরাও করে ফেলে এখানে প্রস্তাব করতে পারি। সেক্ষেত্রে সবাই মিলে সংশোধন/সংযোজন/বিয়োজন/পরিবর্তন করে সেটি আরও কার্যকর করা যায়।
এবং বাংলা উইকিপিডিয়ার একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করার সময় সম্ভবত এসে গেছে।
আর উইকিপিডিয়া কোনো সংগঠন আসলে নয়, এটি একটি ওয়েবসাইট ও মাধ্যম হিসেবেই থাকবে। বাংলাদেশে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোর প্রসার ও প্রচারণার কাজ করে উইকিমিডিয়া বাংলাদেশ, যেটি একটি সংগঠন। তবে ওয়ার্কশপ/মিটআপের জন্য কখনও কোনো প্রতিষ্ঠান প্রয়োজন সেভাবে হয় না। যে-কেউ মিলে একটি আয়োজন করতে পারেন, মানুষদের জানানোটাই এখানে বড়ো বিষয়। আমাদের আগের মিটআপ/ওয়ার্কশপগুলোও এভাবেই আয়োজিত হয়ে আসছে। তবে প্রাতিষ্ঠানিক পরিচিতি থাকলে সুবিধা হয় ব্যাপারটা আমিও মানি।
তানভির2011/2/25 Maruf ][@prop[E]n][ <posidon.rulz@gmail.com>তন্ময় ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। বাংলা উইকিপিডিয়ার সবকিছু বাংলায় হওয়া উচিৎ। এবং বাংলা উইকিপিডিয়ার একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করার সময় সম্ভবত এসে গেছে।
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Tanvir Rahman
[[User:Wikitanvir]]
http://bit.ly/wikitanvir
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd