যেহেতু বেসিস এক্সপো ফেব্রুয়ারির শুরুতেই, তাই মিট-আপটা জানুয়ারির শেষ শুক্রবার বা শনিবার করা যেতে পারে।
রণদীপম বসু
--- On Thu, 20/1/11, Zakiur Rahman maruf999ju@gmail.com wrote:
From: Zakiur Rahman maruf999ju@gmail.com Subject: Re: [Wikimedia-BD] Wikimeetups in February To: "Discussion list for Bangladeshi Wikimedians" wikimedia-bd@lists.wikimedia.org Date: Thursday, 20 January, 2011, 7:40 PM
একুশে বই মেলাতে উইকিপিডিয়াকে তুলে ধরতে পারলে খুবই ভাল হয়। বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব উপলব্ধি করার সবচাইতে ভাল মঞ্চ হতে পারে একুশে বইমেলা।
ধন্যবাদ সবাইকে।
2011/1/20 Anwarul Islam anwarpulak@gmail.com
একুশে মঞ্চেও বেসিস সফ্টওয়ার এক্সপোর মঞ্চে প্রেজেন্টেশন দেয়াটাই উত্তম প্রস্তাব বলে মনে করি। এগিয়ে চলুক প্রচেষ্টা, সফলতা আসছে এবং আসবে।
আনোয়ার
2011/1/20 Banakusum Barua banakusumbarua@yahoo.com
একুশে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে ফুল দেয়া যেতে পারে , ব্যনার সহ। একুশে মেলা তে লিফলেট বিতরণের পাশাপাশি একুশে মঞ্চে ৫ মিনিট এর একটা প্রেজেন্টেশান দেয়া যেতে পারে, যেখানে উইকিপিডিয়া তে কি কি কাজ কিভাবে হচ্ছে তা দেখানো যেতে পারে, বেসিস সফট এক্সপোতে তে ও একি ভাবে প্রেজেন্টেশান দেয়া যেতে পারে , লিফলেট বিতরণ করা যেতে পারে। ধন্যবাদ বনকুসুম
--- On Wed, 1/19/11, Belayet Hossain bellayet@gmail.com wrote:
From: Belayet Hossain bellayet@gmail.com Subject: [Wikimedia-BD] Wikimeetups in February
To: "Discussion list for Bangladeshi Wikimedians" wikimedia-bd@lists.wikimedia.org Date: Wednesday, January 19, 2011, 10:08 PM
বাঙালি হিসেবে ফেব্রুয়ারি মাসটি আমাদের কাছে একটি বিশেষ মাস। এই ফেব্রুয়ারি মাসে ঢাকায় দুটো মেলা অনুষ্ঠিত হবে, যেখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। এর একটি হল ৫ দিন ব্যাপী বেসিস সফট এক্সপো এবং অন্যটি হচ্ছে মাস ব্যাপী একুশে বই মেলা। মেলা দুটোয় আগত দর্শনার্থীদের মধ্যে আমরা উইকিপিডিয়ার প্রচারণা চালানোর সুযোগ নিতে পারি। এই মেলা দুটোতে আমি ঢাকায় দুটো উইকিমিটআপের প্রস্তাব রাখছি। এছাড়া ঢাকার বাইরের উইকিপিডিয়া কমিউনিটিদেরও ফেব্রুয়ারি মাসে উইকিমিটআপ আয়োজনের অনুরোধ করছি।।
উইকিমিটআপে জড়ো হয়ে আমরা, উইকিপিডিয়ার ব্যানার নিয়ে দাড়াতে পারি। উইকিপিডিয়ার লিফলেট বিলি করতে পারি।
উইকিপিডিয়ার জন্য সাদা ব্যানারে স্বাক্ষর গ্রহণ ক্যাম্পেইন করতে পারি। ...
এ ধরনের আর কি কি করতে পারি, আইডিয়া দিতে পারেন।
একুশে বই মেলা পুরো ফেব্রুয়ারি জুড়ে হলেও বেসিস সফট এক্সপো হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উইকিমিটআপের জন্য কোন কোন তারিখ নির্ধারণ করা যায়, সে ব্যাপারেও মতামত জানাতে পারেন।
ধন্যবাদান্তে, বেলায়েত