একুশে ফেব্রুয়ারি, উইকিপিডিয়ায় নারীর সম্পৃক্ততা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে আইসিটি এ বিষয়গুলোকে সামনে রেখে আধুনিকা বাংলাদেশ সোসাইটিরhttp://adhunika.org/abs/সাথে মিলে নারীদের আইসিটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আলোচনা চলছে। প্রাথমিক ধারনা অনুযায়ী এ অনুষ্ঠানে বাংলা ভাষায় উইকিপিডিয়া, এবং বাংলা ভাষায় তথ্যপ্রযুক্তি এ বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহনকারীদের সচেতনতা বৃদ্ধির প্রয়াস হিসেবে বিবেচিত হতে পারে।
আধুনিকা বাংলাদেশ সোসাইটি একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠান মূলত একটি এনজিও, যারা সামাজিক পরিবর্তনে নারীর ক্ষমতায়নের উপরে কাজ করে থাকে। আধুনিকা বাংলাদেশ সোসাইটির ব্রসিয়ার এই ইমেইলে এটাচ করা হল। ব্রসিয়ার এবং ওয়েব লিঙ্ক থেকে এদের সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলা ভাষায় প্রযুক্তি, কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদেকে এ ইভেন্টে সম্পৃক্ত হয়ে তাদের প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রাতিষ্ঠানিকভাবে বা ব্যক্তিগতভাব যারা এ ইভেন্টের সাথে সম্পৃক্ত হতে এবং সহযোগী হতে আগ্রহী, এ মেইলিং লিস্টে বা আমার ইমেইল ঠিকানা bellayet AT gmail DOT com এ তাদের আগ্রহের কথা জানানোর অনুরোধ জানাচ্ছি। এছাড়া এ সম্পর্কিত যে কোন প্রশ্ন, পরামর্শ এবং মতামতও জানানোর আহ্বান করছি। অনুষ্ঠান সম্পর্কিত আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, যা আগ্রহীদের নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে।
এছাড়া উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কেউ যদি এ ধরনের কোন অনুষ্ঠান আয়োজনে আগ্রহী হোন, অনুগ্রহ করে তা জানানোরও অনুরোধ রইলো।
ধন্যবাদান্তে, বেলায়েত হোসেন