আজকে রাজশাহী অঞ্চলের উইকিপিডিয়ানদের নিয়ে উইকি ইফতার এর আয়োজন করা হয়েছিলো। আজকের আয়োজনে রাজশাহী এর মোট ২১ জন উইকিপিডিয়ান অংশ নিয়েছিলেন।
২ জন নারী উইকিপিডিয়ান সহ সবার বেশ স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ছিলো চমৎকার। উইকিপিডিয়ার বর্তমান কার্যক্রম সম্পর্কে সবার পজিটিভ মন্তব্য বেশ আপ্লুত করেছে আমাদের কে।
ইফতার শেষে সবাই মিলে রাজশাহীতে উইকিপিডিয়ার ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে মুক্ত আলোচনায় অংশ নেয়। সামনের একটা বড় ইভেন্ট উইকিপিডিয়া কনফারেন্স নিয়েও প্রস্তুতিমূলক আলোচনা হয়। রাজশাহী উইকিপিডিয়া নিয়ে সক্রিয়ভাবে কাজ করলেও এতদিন উইকিমিডিয়ার সদস্য হন নি এরকম কিছু সক্রিয় সদস্যকে উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশানের সদস্য হওয়ার ব্যাপারে কথা বলা হয়েছে।
সব মিলিয়ে আজকের মিটাপটি ছিলো অনেক ফলপ্রসু এবং সবার আন্তরিক অংশগ্রহন ছিলো উইকিপিডিয়ায় অবদান এর জন্য একটা বড় রকমের মোটিভেশান।
ইভেন্ট এর কমন্স ক্যাটাগরি: https://commons.wikimedia.org/wiki/Category:Rajshahi_Wiki_Iftar,_June_2016
*-নাহিদ হোসেন, সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, রাজশাহী, উইকিমিডিয়া বাংলাদেশ*