উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ চলছে। আমি পুরো নিয়ম কানুন মেনে তিন বার ফরম সাবমিট করলাম। বলে Thanks for applying for the registration। কিন্তু মেইলে আসে ভিন্ন তথ্য, তিন বারই নিচের তথ্য আসে। আমি কিছু বুঝলাম না, কেউ কি বুঝিয়ে দিতে পারেন।
This is the mail system at host gateway10.websitewelcome.com.
I'm sorry to have to inform you that your message could not be delivered to one or more recipients. It's attached below.
For further assistance, please send mail to postmaster.
If you do so, please include this problem report. You can delete your own text from the attached returned message.
The mail system
nahid.sultan@hotmail.com: host mx2.hotmail.com[65.55.37.88] said: 550 5.7.0 (COL004-MC2F13) Unfortunately, messages from (69.93.82.8) on behalf of (yahoo.com) could not be delivered due to domain owner policy restrictions. (in reply to end of DATA command)
On Sunday, July 5, 2015 12:56 PM, N C Hasive nhasive@wikimedia.org.bd wrote:
উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ চলছে.. উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া বাংলাদেশ নিয়ে অনেকের নানা ধরনের প্রশ্ন রয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে উইকিমিডিয়া বাংলাদেশ সদস্য সংগ্রহ শুরু করেছে..যাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং জানার ইচ্ছে তাদের জন্য একটা পোস্ট.. http://www.nhasive.com/wikimedabangladesh
আশা করছি এবার পুরো বিষয়টা জানা যাবে।
-হাছিব 2015-07-02 22:23 GMT+06:00 Munir Hasan munir.hasan@bdosn.org:
সবাইকে শুভেচ্ছা।
অবশেষে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে কাজ করতে আগ্রহি, সাধারণভাবে উইকি দর্শনে বিশ্বাসী যে কেও আমাদের ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে পারবেন। সদ্যসের নানান ধরণ সম্পর্কে এখানে জানা যাবে http://wikimedia.org.bd/member-registration/member-registration-rules
নিজের ধরণ নিশ্চিত হওয়ার পর সদস্য পদের জন্য আবেদন করা যাবে। সদস্যে হওয়ার বাৎসরিক ফী- বয়স ১০-১৮ হলে ১০০ টাকা আর ১৮ এর বেশি হলে ৫০০ টাকা। এই টাকা প্রথমে ফাউন্ডেশনের ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। তারপর এই লিংকে গিয়ে নিজের সদস্যপদের আবেদন নিশ্চিত করার জন্য ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। http://wikimedia.org.bd/member-registration
সবাইকে ধন্যবাদ।