গত ১২ নভেম্বর বিলেক ৩টায় শহীদ মিনারে উইকিমিটআপ। এতে উইকিপিডিয়ান এবং নন উইকিপিডিয়ান মিলে আমরা প্রায় ১০-১২ জন উপস্থিত হয়েছিলো। এ মিটআপে মূলত আগামী ১৫ই জানুয়ারি উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি কিভাবে উৎযাপন করা যেতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক ভাবে অংশগ্রহণকারীরা যে সকল পরামর্শ এবং আইডিয়া দিয়েছেন তার একটি তালিকা এমন,
উইকপিডিয়ার জন্মদিন উপলক্ষে ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ১৫ দিনের অনুষ্ঠানমালা আয়োজন করা যেতে পারে। এই ১৫ দিনে বিভিন্ন ছোট ছোট কর্মকান্ডের মাধ্যমে উইকিপিডিয়ার জন্মদিন উৎযাপন করা যেতে পারে। যা যে কোন আগ্রহী ব্যক্তি বা সংগঠন আলাদা আলাদা ভাবে দেশের যেকোন স্থানে যার যার এলাকাতে উৎযাপন করতে পারেন। এই কর্মকান্ডগুলো দুটো ভাগে বিভক্ত,
1. অনলাইন কর্মকান্ড 2. অফলাইন কর্মকান্ড
অনলাইন কর্মকান্ডের মধ্যে যা করা যেতে পারে,
উইকিপিডিয়ার উন্নয়নে এই ১৫ দিনে বিভিন্ন লক্ষ্য স্থির করে তা পূরণে কাজ করার জন্য সকলকে আহ্বান করা যেতে পারে, লক্ষ্যগুলো এমন হতে পারে,
- নূন্যতম মান বজায় রেখে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২৫,০০০ এ বৃদ্ধি করা। - ভাল নিবন্ধের সংখ্যা ২৫ এ উন্নীত করা। - নির্বাচিত নিবন্ধের সংখ্যা ৫ এ উন্নীত করা। - ১০০ বড় নিবন্ধের সম্পূর্ণ বানান শুদ্ধি করা। ইত্যাদি।
মেইলিংলিস্ট, ব্লগ, ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সোস্যাল মিডিয়াগুলোতে উইকিপিডিয়া সম্পর্কিত প্রচারণা চালানোর জন্য আহ্বান জানানো যেতে পারে।
অফলাইন কর্মকান্ডের মধ্যে যা করা যেতে পারে,
- মিডিয়া ক্যাম্পেইন: পত্রিকায় উইকিপিডিয়ায় যোগদানের আহ্বান জানিয়ে লেখালেখি, রেডিও তে উইকিপিডিয়া সম্পর্কিত আলোচনার আয়োজন করা যেতে পারে। - ছবি আপলোড ক্যাম্পেইন: ঐ ১৫ দিনে উইকিপিডিয়ার জন্য ছবি সংগ্রহ করে এবং তা আপলোড করা। - উইকিপিডিয়া একাডেমী: অন্যান্য কমিউনিটিকে উইকিপিডিয়ার উপরে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ব্লগারদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন নিয়ে কথা হয়েছে। - স্যুভেনির তৈরি এবং বিতরণ, স্টীকার, কলম, প্যাড করা যেতে পারে। যাতে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি তা লেখা থাকবে। - কোন এক দিনে কোথাও জড়ো হয়ে সাড়াদিন ব্যাপী ছবি আপলোড করা, উইকিপিডিয়া প্রশিক্ষণ দেওয়ার কাজ করা যেতে পারে। এ ধরনের আয়োজনের জন্য ১/২ এমবি ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবস্থার প্রতিশ্রুতি ইতোমধ্যে পাওয়া গেছে। - ১৫ তারিখে কেক কেটে একটি জন্মদিনের পার্টি আয়োজন করা যেতে পারে। যেখানে বিশেষ কোন অতিথিদের আনা যেতে পারে।
মোটামোটি এই ছিল ১০ বছর পূর্তি উৎযাপনের আইডিয়া। আমরা আরও আইডিয়া চাই, বিশেষ করে ছোট ছোট আইডিয়া যা যেকেউ দেশের যেকোন স্থানে আয়োজন করে উইকিপিডিয়াকে ঐ এলাকায় তুলে ধরতে পারেন। আশা করি আপনারা আরও আইডিয়া পাঠাবেন। আমরা চাই যারা উৎযাপন করতে ইচ্ছুক তারা যেন অনেক অপশন পান এবং নিজের সুযোগ সুবিধা অনুযায়ী উইকিপিডিয়াকে মানুষের সামনে তুলে ধরুক। অনুগ্রহ করে আপনাদের কাছে আরও আইডিয়া আশা করছি, এছাড়াও উপরে দেওয়া আইডিয়াগুলোর সম্পর্কে যদি আপনাদের কোন মতামত, পরামর্শ থাকে তা এই মেইলিং লিস্টে অথবা উইকিপিডিয়া পাতায়http://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0_%E0%A7%A7%E0%A7%A6_%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0আলোচনা করতে পারেন। আমাদের জানান আপনি কিভাবে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উৎযাপন করছেন।
ঢাকা মিটআপের ছবি এরই মধ্যে ফেইসবুক http://www.facebook.com/album.php?aid=241295&id=124780066238এবং উইকিমিডিয়া কমন্সে http://commons.wikimedia.org/wiki/Category:Dhaka7 আপলোড করা হয়েছে।
বেলায়েত