গত ১২ নভেম্বর বিলেক ৩টায় শহীদ মিনারে উইকিমিটআপ। এতে উইকিপিডিয়ান এবং নন উইকিপিডিয়ান মিলে আমরা প্রায় ১০-১২ জন উপস্থিত হয়েছিলো। এ মিটআপে মূলত আগামী ১৫ই জানুয়ারি উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি কিভাবে উৎযাপন করা যেতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক ভাবে অংশগ্রহণকারীরা যে সকল পরামর্শ এবং আইডিয়া দিয়েছেন তার একটি তালিকা এমন,

উইকপিডিয়ার জন্মদিন উপলক্ষে ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ১৫ দিনের অনুষ্ঠানমালা আয়োজন করা যেতে পারে। এই ১৫ দিনে বিভিন্ন ছোট ছোট কর্মকান্ডের মাধ্যমে উইকিপিডিয়ার জন্মদিন উৎযাপন করা যেতে পারে। যা যে কোন আগ্রহী ব্যক্তি বা সংগঠন আলাদা আলাদা ভাবে দেশের যেকোন স্থানে যার যার এলাকাতে উৎযাপন করতে পারেন। এই কর্মকান্ডগুলো দুটো ভাগে বিভক্ত,

  1. অনলাইন কর্মকান্ড
  2. অফলাইন কর্মকান্ড


অনলাইন কর্মকান্ডের মধ্যে যা করা যেতে পারে,

উইকিপিডিয়ার উন্নয়নে এই ১৫ দিনে বিভিন্ন লক্ষ্য স্থির করে তা পূরণে কাজ করার জন্য সকলকে আহ্বান করা যেতে পারে, লক্ষ্যগুলো এমন হতে পারে,

মেইলিংলিস্ট, ব্লগ, ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সোস্যাল মিডিয়াগুলোতে উইকিপিডিয়া সম্পর্কিত প্রচারণা চালানোর জন্য আহ্বান জানানো যেতে পারে।


অফলাইন কর্মকান্ডের মধ্যে যা করা যেতে পারে,

মোটামোটি এই ছিল ১০ বছর পূর্তি উৎযাপনের আইডিয়া। আমরা আরও আইডিয়া চাই, বিশেষ করে ছোট ছোট আইডিয়া যা যেকেউ দেশের যেকোন স্থানে আয়োজন করে উইকিপিডিয়াকে ঐ এলাকায় তুলে ধরতে পারেন। আশা করি আপনারা আরও আইডিয়া পাঠাবেন। আমরা চাই যারা উৎযাপন করতে ইচ্ছুক তারা যেন অনেক অপশন পান এবং নিজের সুযোগ সুবিধা অনুযায়ী উইকিপিডিয়াকে মানুষের সামনে তুলে ধরুক। অনুগ্রহ করে আপনাদের কাছে আরও আইডিয়া আশা করছি, এছাড়াও উপরে দেওয়া আইডিয়াগুলোর সম্পর্কে যদি আপনাদের কোন মতামত, পরামর্শ থাকে তা এই মেইলিং লিস্টে অথবা উইকিপিডিয়া পাতায় আলোচনা করতে পারেন। আমাদের জানান আপনি কিভাবে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উৎযাপন করছেন।

ঢাকা মিটআপের ছবি এরই মধ্যে ফেইসবুক এবং উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে।


বেলায়েত
--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
http://twitter.com/bellayet
http://bellayet.wordpress.com (Bangla)
Knowledge is universal
              ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?