প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী ১২ই নভেম্বর, ২০০৯ তারিখে আইআরসি চ্যানেল #wikimedia-bd তে রাত ১১টায় নিয়মিত অনলাইন সভা অনুষ্ঠিত হবে। সভায় সম্ভাব্য আলোচনার বিষয়সমূহ [০] পাতায় আলোচ্য বিষয় অনুচ্ছেদে দেওয়া হয়েছে। আপনার পছন্দের বিষয়সমূহ আলোচ্য বিষয়ে যুক্ত করুন, যেন বিষয়টি নিয়ে আমরা সভায় আলোচনা করতে পারি।
আগ্রহী সকলকে সভাতে উপস্থিত থাকতে অনুরোধ করছি।
[০] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-11-1...
ধন্যবাদান্তে,
বেলায়েত উইকিমিডিয়া বাংলাদেশ