তানভীর ভাইয়ের সাথে একমত যে, ফিচার্ড আর্টিকেল বাড়ানো দরকার। যারা অনুবাদে দক্ষ, তাঁরা খুব সহজেই এটা করতে পারেন ইংরেজি ফিচার্ড আর্টিকেলগুলোকে বাংলা করে। সেক্ষেত্রে হাতের পাঁচের মতো আরেকটি উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে কন্ট্রিবিউটররা শুধু ইংরেজি ফিচার্ড আর্টিকেলকে বাংলা করার পেছনে সময় দিবেন। ধন্যবাদ।
Goutam Roy Research Associate Educational Research Unit Research and Evaluation Division BRAC 75 Mohakhali, Dhaka 1212.
Phone: +88-02-9881265 Ext. 2707 +88-01712-018951
Web: www.brac.net/research, www.bdeduarticle.com
________________________________ From: Tanvir Rahman wikitanvir@hotmail.com To: bnwiki - Mailing list wikimedia-bd@lists.wikimedia.org Sent: Sunday, August 30, 2009 7:18:50 PM Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?
প্রথমেই উইকিপিডিয়া পাতাগুলোতে সময় ও শ্রম দেওয়ার জন্য জয়ন্তদাকে ধন্যবাদ।
এবার যা বলবো তা হচ্ছে, এসব খুবই স্বাভাবিক। বর্তমানে ইংরেজি উইকিরি রেজিস্টার্ড ব্যবহারকারী এক কোটির ওপর, কিন্তু কাজ করেন বলতে গেলে কয়েক লাখ। আর বাঙালি ইন্টারনেট ইউজারের সংখ্যা কম, এটা একটা বড়ো প্রতিবন্ধকতা। বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেট ব্যবহারকারী বেশি, মূলত ছাত্ররাই ভলান্টিয়ারের কাজে সবসময় নিবেদিত হয়, আর তাঁরা পারেনও। এছাড়াও আছেন প্রবাসীগণ। তবে আমরা ক্যাম্পেইন করবো, একজন আসলেও তো অনেক কিছু, তিনি যতোটুকু অবদানই রাখুন না কেনো। আরেকটা স্থান হচ্ছে, বাংলা ব্লগার কমিউনিটিতে। সেখানে আমাদের উইকি প্রচারণামূলক ব্লগিং বাড়াতে হবে। সামহোয়ারে তো রাগিব ভাই ও বেলায়েত ভাই প্রায়-ই লিখছেন। সেখান থেকে প্রায়ই ইউজার উইকিতে আসেন। তাঁদের একটা সুবিধা যে, তাঁদের লেখার হাত ভালো। নিয়মিত লেগে থেকে কাজ করলে ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়বে, আশা করছি সেই সাথে ঝরে পড়ার হারও কমবে।
সামনে বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য যেটা হতে পারে (অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি নতুন হওয়ায় অপরিপক্ক মনে হতে পারে) তা হচ্ছে, ফিচারড আর্টিকলের সংখ্যা বাড়ানো এবং নুন্যতম পাঁচ-সাত হাজার সম্পূর্ণ নিবন্ধ তৈরি করা এছাড়া যেসব বিষয়ে নিবন্ধ নেই, সেগুলো খুঁজে যোগ করা। কয়েকটি বিষয়ের নিবন্ধের সংখ্যা বাড়িয়ে ও সমৃদ্ধ করে প্রবেশদ্বার তৈরি করা।
তানভির http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E... ________________________________ Date: Sun, 30 Aug 2009 01:30:47 +0530 From: jayantanth@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমি এখন উইকিপিডিয়া পাতাগুলিকে তৈরি ও অনুবাদের কাজে মনঃসংযোগ করার চেষ্টা করছি। যাতে নতুন ব্যবহারকারি এসে সহজেই তার প্রশ্নের উত্তরগুলি জানতে পারেন।বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং স্কুল-কলেজগুলোতে ক্যাম্পেইন করতে পারলে তো ভালোই হয়। তবে অনেক ক্ষত্রেই দেখা গেছে একটা অ্যাকাউন্ট হয়েছে ও ব্যবহারকারির পাতাটা হয়েছে,কিন্তু কোন বিশেষ অবদান হয়। উইকিতে যে মানুষ প্রায় সেচ্ছায় এসেছেন তারা পার্য রয়ে গেছেন। জোর করে ধরে বেধে আনলে হয়ে না। বাংলাদেশ থেকে তবু কিছু মানুষ আসছেন, আমাদের ভারতের অবস্থা তো তথৈবচ।
জয়ন্ত
________________________________ check out the rest of the Windows Live™. More than mail–Windows Live™ goes way beyond your inbox. More than messages