আমার মতামত হলো, প্রসার বাড়াতে প্রচারের বিকল্প নেই। আর অবদানকারীর সংখ্যা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং স্কুল-কলেজগুলোতে ক্যাম্পেইন বাড়াতে হবে।
আর মানুষ উইকিপিডিয়ায় এসে উইকিপিডিয়া থেকেই সম্পাদনা ও অবদানের নিয়ম-কানুনগুলো সহজে ও সঠিকভাবে যেনো জানতে পারে, সেজন্যে বাংলা উইকিপিডিয়ার প্রজেক্ট পেইজ ও সাহায্য পেইজ গুলো যতো তাড়াতাড়ি সম্ভব সমৃদ্ধ করে তোলা। কাজ অনেক, তবে সোজা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদ করলেই হবে। কিছু ব্যবহারকারী ও প্রশাসক নিয়মিত এ কাজে সম্পৃক্ত হয়ে লেগে থাকলে আমার মনে হয় অল্পদিনেই তা সম্ভব।
তানভির
Date: Fri, 28 Aug 2009 21:44:48 +0600 From: bellayet@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?
সহকর্মীবৃন্দ, আমার যতদূর জানি এ মেইলিং লিস্টে আমরা যারা আছি তারা সবাই উইকিপিডিয়া বা উইকিমিডিয়া প্রকল্পের সাথে কম বেশি জড়িত। আমরা সবাই চাই বাংলা ভাষার উইকিপিডিয়ার অগ্রগতি, সর্বোপরি বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পের প্রসার এবং এর যথাযথ ব্যবহারে দেশের মানুষের জ্ঞানের চাহিদা পূরণে সক্ষম হোক। আমরা কম বেশি সবাই এ নিয়ে কিছু না কিছু চিন্তা ভাবনা করি। এ থ্রেডে আমি আপনাদের কাছে আশা করি আপনারা আপনাদের ভাবনা গুলো লিখবেন, এবং তা বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে কি করতে পারি তাও আমরা এখানে আলোচনা করবো।
অবশ্যই আমাদের কার্যক্রমের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। এবং সে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আপনাদের মতামত ভাবনা এবং সাহায্য আমাদেরকে সেই লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে।
তাই আপনাদের কাছে আমি জানতে চাইছি, বাংলাদেশে উইকিপিডিয়া সর্বোপরি উইকিমিডিয়া প্রকল্পগুলোর প্রসার এবং এ থেকে যথাযথ সুবিধা পেতে আমরা কি এবং কিভাবে করতে পারি?
বেলায়েত