অতি সম্প্রতি বাংলা উইকিপিডিয়ার প্রজেক্ট পেজগুলোর নাম উইকিপেডিয়া থেকে উইকিপিডিয়া করা হয়েছে। এতোদিন মিডিয়াউইকিতে একটা বাগ থাকায় এ ভুলটি ছিলো। কেউ যদি ইন্টার-উইকি লিঙ্কে উইকিপেডিয়া লিখে থাকেন তবে তা পরিবর্তন করে দিন। আর এজন্য বিভিন্ন প্রশাসনিক টেমপ্লেট-এ ভুল লিঙ্ক দেখাতে পারে, তাই সেগুলো পরিবর্তনেরও অনুরোধ রইলো। প্রশাসকরা হয়তো এ ব্যপারে বিস্তারিত বলতে পারবেন। এ ব্যাপারে প্রশাসকদের আলোচনাসভায় আলোচনা করা হয়েছে। সেখানেও তথ্য পাবেন।
ধন্যবাদান্তে, তানভির রহমান [[bn:User:Wikitanvir]]
_________________________________________________________________ Show them the way! Add maps and directions to your party invites. http://www.microsoft.com/windows/windowslive/products/events.aspx