প্রিয় সবাই,
আশা করি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদ https://bd.wikimedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6 বা অপারেশন্স কমিটি সম্পর্কে আপনার সবাই অবগত। তবে এতোদিন কার্যনির্বাহী পরিষদের এই ধারণা বা সিদ্ধান্তটি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী কমিটির মধ্যে থাকলেও পাবলিকলি সদস্যদের নাম ও পদবী ছাড়া লিখিতভাবে এর কোনো অফিসিয়াল অস্তিত্ব ছিলো না।
কিছুদিন আগে সম্প্রদায়ের কিছু সদস্যের মধ্যে কিছুটা ক্ষেদ দেখা গিয়েছিলো যে অপারেশন্স কমিটি বা কার্যনির্বাহী পরিষদের কোনো অফিসিয়াল অস্তিত্ব নেই। আমি ব্যাপারটা যৌক্তিকতা অনুভব করেছিলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কথা দিয়েছিলাম যে শীঘ্রই এটি অস্তিত্ব অফিসিয়াল করা হবে। আর সম্প্রদায়ের যে-সকল সদস্য আমার অনলাইন বা অফলাইন কাজের সাথে পরিচিত, আশা করি তারা সকলেই জেনে থাকবেন যে আমি কাজ সবসময় গুছিয়ে ও নিয়মতান্ত্রিকভাবেই করার চেষ্টা করি। শুরু থেকে আজ পর্যন্ত সেটাই করে এসেছি।
যা হোক, আমি আমার কথা রেখেছি।
কার্যনির্বাহী পরিষদের গঠন ও সদস্য নির্বাচনের এই রেজোলিউশন তৈরি ও সম্পাদনায় উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ঐকমত্যের ভিত্তিতে তা আজ পাস হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি যে এটি উইকিমিডিয়া বাংলাদেশের পাসকৃত প্রথম রেজোলিউশন।
রেজোলিউশনটির বিস্তারিত: রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ গঠন ও নির্বাচন, ডিসেম্বর ২০১৫ https://bd.wikimedia.org/wiki/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%B6%E0%A6%A8/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6_%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8_%E0%A6%93_%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8,_%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0_%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AB
এই রেজোলিউশন অনুসারে নিচের সদস্যগণ ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিযুক্ত করা হয়েছে, যাদের সদস্যপদ এখন থেকেই কার্যকর হবে।
- আলী হায়দার খান https://bd.wikimedia.org/wiki/User:Ali_Haidar_Khan, সম্প্রদায় পরিচালক, অর্থসংস্থান ও অনুদান - মঈনুল ইসলাম https://bd.wikimedia.org/wiki/User:Mayeenul_Islam, সম্প্রদায় পরিচালক, প্রকাশনা ও কারিগরী - মহীন রিয়াদ https://bd.wikimedia.org/wiki/User:Moheen_Reeyad, সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ - নাহিদ সুলতান https://bd.wikimedia.org/wiki/User:NahidSultan, সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ - নাসির খান https://bd.wikimedia.org/wiki/User:Nasirkhan, সম্প্রদায় পরিচালক, প্রকাশনা ও কারিগরী - নুরুন্নবী চৌধুরী https://bd.wikimedia.org/wiki/User:Hasive, সম্প্রদায় পরিচালক, মিডিয়া ও যোগাযোগ - আর কে হান্নান https://bd.wikimedia.org/wiki/User:Sufe, সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ - রাফায়েল রাসেল https://bd.wikimedia.org/wiki/User:Rafaell_Russell, সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ - তানভির মোর্শেদ https://bd.wikimedia.org/wiki/User:Tanweer_Morshed, সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
কার্যনির্বাহী সদস্যদের নিজ নিজ সংক্ষিপ্ত বিবরণ (বাংলা https://bd.wikimedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AB ও ইংরেজি https://bd.wikimedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AB/en) যোগ করার অনুরোধ করছি। এছাড়াও সদস্যরা যারা নিজেদের ইমেইল সিগনেচারে বিষয়টি উল্লেখ করছেন আশা করবো তারা তাদের পদবী আপডেট করে নেবেন। বিবরণ যোগ করার সময় ই-মেইল অনুগ্রহ করে উইকিমিডিয়া বাংলাদেশের ই-মেইল যোগ করুন। আমার না থাকলে উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান টেকনিকাল কন্টাক্ট নাসির খানের nasir.khan@wikimedia.org.bd সাথে বা আমার সাথে যোগাযোগ করার অনুরোধ।
সবাইকে ধন্যবাদ। তানভির