রুসাফি ভাই একটা ভালো কথা বলেছেন। ঠিক একই রকম সমস্যা হয়েছিলো আমারো। কিছুই বুঝি না, পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে করে আজ এ পর্যন্ত এসেছি। আসলে নতুন ব্যবহারকারীরা অনেক সময় বুঝেই উঠতে পারেন না যে, কী করতে হবে আর এ অবস্থাতেই তাঁরা হাল ছাড়েন। তাঁরা যেন সহজে এসব কিছু করতে পারেন তার জন্যে প্রথম দরকার উইকিপিডিয়ার প্রজক্ট পেইজ ও সাহায্য পেইজগুলো সমৃদ্ধ ও সম্পূর্ণ করা এবং তার লিঙ্ক প্রথম পাতা ও স্বাগতম জানানোর সময় দেওয়া। কিন্তু এখানে কাজ প্রচুর; আমি, জয়ন্তদা, আর নাসির ভাই মিলে পুরো প্রজেক্ট সমাধা করতে অনেক সময় লাগবে। এখানে আরো অনেক সম্পাদক দরকার। তবুও আমাদের সম্পাদক এখন সীমিত। যতোদিন এই প্রজেক্ট ও সাহায্য পাতাটি দাঁড়িয়ে যাচ্ছে না, ততোদিন তাই আমার একটা প্রস্তাব আছে। সেটা হচ্ছে:
একটি সাহায্যকারী দল বানানো। যাদের আলাপ পাতায় ও নির্দিষ্ট প্রশ্নের পাতায় সম্পাদনার রীতি ও কারিগরী দিক নিয়ে যেকোনো সমস্যায় ব্যবহারকারীরা প্রশ্ন রাখতে পারবেন। এই পাতার লিঙ্ক প্রধান পাতায় যেমন থাকবে, তেমনি ব্যবহারকারীকে ওয়েলকাম জানানোর সময়ও তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে ও হাইলাইটস্ করে দেওয়া হবে। সাহায্য করুন টেমপ্লেটটা খুব একটা কাজে আসছে না। আমার মনে আছে কিছুদিন আগে আমি আমি প্রথমবারের মতো টেমপ্লেট ব্যবহার করে একজন সাহায্যপ্রার্থী পেয়েছিলাম।
আর উইকি প্রচারণা যদি শুরু করতে হয়, তাহলে এই মেইলিং লিস্টেই একটি অর্ডারড ওয়েতে করা উচিত। একজন মর্ডারেটর ঠিক করা উচিত। প্রথমে তিনি সুনির্দিষ্টভাবে আইডিয়া চাইবেন সবার কাছ থেকে। নির্দিষ্ট আইডিয়াগুলো মেইলে তালিকা আকারে দেওয়া হবে। এরপর সবার মধ্যে মেইলে আলোচনা করে কর্মপন্থা ঠিক করা হবে। আমি গুরুত্বের সাথে সামনে আনতে চাই অভিজ্ঞ উইকিপিডিয়ানদের মতামত; তাঁদের অভিজ্ঞতা শেয়ার করা চাই। যেমন: রাগিবভাই, জাহিনভাই, জয়ন্তদা, বেলায়েতভাই, সপ্তর্ষিদা, এঁদের অভিজ্ঞতার মূল্য অনেক। তাঁদের সবার মতামত আশা করি।
আপাতত এই আমার মাথায় এসেছে। পরবর্তীতে আমার মাথায় কিছু আসলে আমি জানাবো।
তানভির
Date: Tue, 1 Sep 2009 01:24:49 +0600 From: rushafi@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?
উইকিতে কাজ করার আগ্রহ এবং সদিচ্ছা দুটোই থাকার পরও সেভাবে এখন পর্যন্ত কিছু করতে পারিনি। এক্ষেত্রে মূল সমস্যা যেটা সেটা হল পুরো ব্যাপারটা এত ব্যাপক যে নিজে বুঝতে পারিনা কোত্থেকে বা কিভাবে শুরু করব। সিনিয়র উইকিপিডিয়ানরা অবশ্য আর্টিকেলের বেশ কিছু লিস্ট করে দিয়েছেন, সেগুলো কয়েকবার দেখাও হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের ব্যাস্ততায় সেভাবে কখনোই সময় দিয়ে উঠা হয়নি। আমার মনে হয় খুঁজলে আমার মত আরও অনেককেই খুব সহজেই পাওয়া যাবে।
যেকোন কাজ করার ক্ষেত্রে শুরু করাটাই আসলে সবচেয়ে কঠিন। এই কঠিন পর্যায়টুকু পার হবার জন্য একটা ভালো এবং সহজলভ্য নির্দেশনা আসলে দরকার। আমি জানি এরকম অনেক কিছুই বাংলা উইকিতে অথবা এই মেইলিং লিস্ট গুলোর পুরানো মেইলগুলো ঘাঁটলে পাওয়া যাবে। কিন্তু যেহেতু চোখের সামনে দেখিনা সেগুলো আড়ালেই থেকে যায়।
সুতরাং আমার মনে হয় উইকিপিডিয়ানের সংখ্যা সার্থক ভাবে বাড়ানোর জন্য প্রথমে এটা নিশ্চিত করতে হবে তারা যেন শুরু করার ব্যাপারটা খুব সহজে ধরতে পারে। শুরু করা বলতে দুটি নির্দেশনাঃ ১। কিভাবে শুরু করব, ২। কি লিখে শুরু করব। এই দুইটি নির্দেশনা মানুষ যদি সহজে গ্রহন করে কাজে লাগাতে পারে তাহলে তারা অন্যদেরকে শুরু করতে উৎসাহিত করবে এবং নিজেরা পরিকল্পনা করতে পারবে কোন একটা বিষয়কে কিভাবে আরও পরিপূর্ণ ভাবে উইকিতে পরিবেশন করা যেতে পারে।
আমাদের উইকিপিডিয়ানের গ্রোথ রেট এখনও প্রায় শূন্যের কোঠায়। এইটা রেট টাকে যদি আমরা অন্তত লিনিয়ার করতে পারি তাহলে কিছুদিনের মধ্যে এটা নিজেই এক্সপোনেনশিয়াল হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত :)
2009/9/1 Nasir Khan Saikat nasir8891@gmail.com
গত কয়েক মাসে এখানে উইকিপিডিয়ানরা যতগুলি মেইল করেছেন তার থেকে ৩ দিনে বেশী মেইল এসেছে। প্রথমেই ধন্যবাদ ইমেইল করার জন্য।
আমি উইকিতে প্রথম যুক্ত হবার পর গ্রুপে(bangla_wiki@yahoogroups.com) অনেক মেইল আসতো । সেখান থেকে উৎসাহিত হয়েই উইকিতে লেখা শুরু করেছিলাম; যদিও আমি খুবই অনিয়মিত। এখন এই লিস্টে বা আগের গ্রুপে কোথাও কেউ মেইল করেন না । কিন্তু উইকিপিডিয়ায় নিয়মিত নতুন লেখা আসছে। তার মানে উইকিপিডিয়ানরা অনলাইনে থাকলেও কেন কারণে ইমেইল করতে আগ্রহী না।
ইমেইল আসলে সুবিধা হল যে জানা যাচ্ছে এখন কোন কোন ধরনের কাজ হচ্ছে বা আমার কোনটা করা উচিত । তা না হলে উইকিতে গিয়ে দেখে আসতে হয় যা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এখন অনেকেই উইকিতে নিয়মিত লিখছেন । অনেক বিষয় নিয়ে আলাপ হচ্ছে । এই আলোচনা গুলি মেইলের মাধ্যমে করলে সহজে জানতে পারা যায় বা অলোচনায় অংশ নেয়া যা। আর প্রতিটি নিবন্ধের আলাপ পাতা নিয়মিত ওপেন করে দেখা বাস্তবে সম্ভব না । ফলে অনেক সময় বিভিন্ন আলোচনা শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে আমিও এতে অংশ নিতে পারতাম। কিন্তু সব আলোচনা এখানে করতে হবে আমি এমনটি বলছি না । হয়তো আলাপ পাতার লিংক দিয়ে বলা যায় যে এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে।
উইকিমেইলিং লিস্টে আমার মত অনেকেই হয়তো নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন । তাদের উৎসাহ দেয়া জরুরী যেন তারা নিয়মিত হয়। উইকিপিডিয়ায় লেখা কোন বোরিং কাজ বলে আমার মতে হয় না । অসংখ্য বিষয়ে লেখার অপশন রয়েছে। যার যে বিষয় ভালো লাগবে সে সেটা নিয়ে লিখবে। জোর করে তো কোন বিষয়ে লেখানো হবে না। আর এটি অবশ্যই একটি গর্বের বিষয় যে অন্যান্য সাধারন মানুষ যেখান থেকে তথ্য নিয়ে নিজেদের সমৃদ্ধ করছে সেই নিবন্ধগুলি আমার নিজের লেখা। এটি অনুধাবন করতে হবে । তবে ব্লগ বা ফোরামে যেমন লেখার আগে লেখকের নাম থাকে, লেখা নিয়ে মন্তব্য করা সহ আরও বিভিন্ন কিছু করা যায়। এই বিষয়গুলি উইকিতে সেভাবে নেই । যার ফলে অনেকে উৎসাহ নাও পেতে পারে।
উইকিপিডিয়া সমৃদ্ধ করতে হলে উইকিপিডিয়ান বাড়াতে হবে। এতদিন যেভাবে প্রচার করা হয়েছে তার থেকে ভিন্ন এবং আরও সুসংগঠিত ভাবে চেষ্ঠা চালাতে হবে। কোন পদ্ধতিটি বেশী কার্যকর হবে এটি অভিজ্ঞতা বলতে পারবেন। এখানে অনেকেই আছেন যারা এধরনের অনেক দলে যুক্ত আছেন বা পরিচালনা করছেন । তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারেন।