আমি নিজেও দুঃখিত। নতুন হিসেবে আমার উৎসাহও ছিলো অনেক। সবকিছু ঠিকঠাক। দুম করে ইন্টারনেটের লাইনটা দুপুরের পর চলে গেলো, আর এলোই না। দিনে হলে সাইবার ক্যাফেতে যাওয়া যেতো। সেই সুযোগও নেই। তাই এতোকিছু থাকলেও ভাগ্যবিড়ম্বনায় তাই আলোচনায় অংশ নিতে পারলাম না। সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত, বেলায়েত ভাইয়ের কাছে বিশেষভাবে দুঃখিত। কয়দিন ধরেই এরকম হচ্ছে মাঝেও একদিন উইকিতে কোনো কিছু করতে পারি নি। সমস্যা নাকি সামনে আবার হতে পারে। আজ নেটে ঢুকে প্রথম এই মেইল করছি। তবে আর আশা করছি, সামনের আলোচনায় ইনশাল্লাহ থাকবো। আর সিদ্ধান্তগুলোতে পূর্ণ সমর্থন রইলো।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
Date: Sat, 5 Sep 2009 19:18:37 +0600 From: mahayalamkhan@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া বাংলাদেশ বিষয়ক সভা ১
প্রিয় সবাই। আমি দুঃখিত, সন্তান অসুস্থ (টিকা পরবর্তী জ্বর ও ব্যাথা) থাকায়, ইচ্ছা থাকা সত্ত্বেও সভায় উপস্থিত থাকতে পারিনি। সভায় উপস্থিত থাকবো বলে দুপুর ৩ টায় একবার চ্যাট রুমে টেস্ট লগিন করেছিলাম, তখন তানভিরও বোধহয় পরীক্ষামূলক উপস্থিত হয়ে বার্তা দিয়েছিলেন। যাইহোক, আগামী সভায় উপস্থিত থাকবো। সভার লগ পড়লাম। সিদ্ধান্তসমূহে সহমত।
মাহে আলম খান উইকিমিডিয়া বাংলাদেশ
On 9/5/09, Belayet Hossain bellayet@gmail.com wrote: সহকর্মীবৃন্দ, গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় উইমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার সংক্রান্ত প্রথম অনলাইন সভা অনুষ্টিত হয়। সভা মিটিং লগ সহ বিস্তারিত [০] এ পাতায় দেখুন। সভার সিদ্ধান্ত সম্পর্কিত যে কোনো আলোচনা আগামী সভার আগ পর্যন্ত এ মেইলিং লিস্টে করার অনুরোধ করছি।
[০]http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-09-0...
বেলায়েত উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh