সুধী, শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ বিভিন্ন সময় সংগঠন সংক্রান্ত কার্যক্রমে পরামর্শের জন্য বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের রেজুলিউশন পাশ করেছে।
উপদেষ্টা পরিষদ সংক্রন্ত রেজুলিউশন: https://bd.wikimedia.org/wiki/ACRESOLUTION
এছাড়াও এই পরিষদে রাগিব হাসান ভাইকে প্রথম সদস্য করা হয়েছে। পর্যায়ক্রমে র্যাজুলিউশনের নীতিমালা অনুসারে এই পরিষদে উপদেষ্টামন্ডলী আরও বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, বাংলা উইকিপিডিয়া যাদের হাত ধরে শুরু হয়েছে রাগিব হাসান ভাই তাদের মধ্যে অন্যতম। তিনি উইকিমিডিয়া বাংলাদেশেরও অন্যতম একজন প্রতিষ্ঠাতা। ২০০৪ সাল থেকে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে কাজ করা রাগিব ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। রাগিব ভাইকে ধন্যবাদ, এই পরিষদে থাকতে সম্মত হওয়ায়। আমি নিশ্চিত উইকিমিডিয়া বাংলাদেশ, বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন গাইডেন্স পেয়ে আরও সামনে এগিয়ে যাবে।
রাগিব হাসান ভাইকে পরিষদে যুক্তকরণ সংক্রন্ত রেজুলিউশন: https://bd.wikimedia.org/wiki/ACMEMBEROCT16
ধন্যবাদ।
Nahid Sultan
User:NahidSultanhttps://meta.wikimedia.org/wiki/User:NahidSultan on all Wikimedia Foundationhttps://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation's public wikis
Secretary, Wikimedia Bangladeshhttps://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
Twitter: @nahidunlimitedhttps://twitter.com/nahidunlimited