প্রিয় সবাই,
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি https://meta.m.wikimedia.org/wiki/User:ZI_Jony এবং রাজীব https://meta.m.wikimedia.org/wiki/User:Marajozkee আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2018-20/Recommendations/bn এবং এর উদ্যোগকে https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2018-20/Transition/List_of_Initiatives/bn সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে *এই ফর্মটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe94Kr6c1Mf-8VJwnbHswYMMl58MIeNSGn6Ny39kTv071-Brg/viewform* পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। *ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে*। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।
৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য *এই নিবন্ধন ফর্মটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeldyqX2vhR53yjUEzmhFg_y8phoCbPy4m3wCaPV4RBOerx1Q/viewform* চালু করা হয়েছে, *নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে*, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন https://docs.google.com/document/d/1WNJQyny6AhKZUjxJ_wx7lXNnrfgxkKk3whzJNU0F0_k/edit?usp=drivesdk ।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান https://meta.wikimedia.org/wiki/User:ZI_Jony/MassMessage/Movement_Strategy/List যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, *জনি* https://meta.m.wikimedia.org/wiki/User:ZI_Jony